নিষেধাজ্ঞা শেষে সাগরে গিয়ে এক ট্রলারেই ধরা পড়েছে ৬১ মণ ইলিশ
পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন গভীর বঙ্গোপসাগরে ‘এফবি আল্লাহর দোয়া’ নামের একটি ট্রলারে ধরা পড়েছে ৬১ মণ ইলিশ, যার বাজারমূল্য দাঁড়িয়েছে ৩৩ লাখ ৪৮ হাজার ৭০৪ টাকা। সোমবার (১৪ জুলাই) বিকেলে মাছগুলো আলীপুর মৎস্য বন্দরে আনা হলে বিএফডিসি মার্কেটের ‘মেসার্স খান ফিশ’ আড়তে নিলামের মাধ্যমে তা বিক্রি হয়।মাছগুলো বিভিন্ন ওজন অনুযায়ী ৪৪ হাজার থেকে ৭৩ হাজার টাকা দরে বিক্রি হয়েছে। ট্রলারের মাঝি জানান, দীর্ঘদিন বৈরী আবহাওয়ার পর এবার বড় পরিমাণ মাছ ধরা পড়েছে।মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, তাপমাত্রা কমে যাওয়ায় এবং গভীর সমুদ্রে মাছ বেশি থাকায় এমন সাফল্য মিলেছে। নিষেধাজ্ঞা শেষে অনুকূল আবহাওয়ায় জেলেরা ইলিশে ভরপুর জাল পাচ্ছেন।