হাসিনা–রেহানা–টিউলিপের মামলার রায় ১ ডিসেম্বর, বিচারপ্রক্রিয়া নিয়ে ব্রিটিশ আইনজীবীদের উদ্বেগ
পূর্বাচলে প্লট বরাদ্দে জালিয়াতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাঁর বোন শেখ রেহানা ও রেহানার মেয়ে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকসহ ১৭ জনের মামলার রায় আগামী ১ ডিসেম্বর ঘোষণা করবেন ঢাকার বিশেষ জজ আদালত। এই মামলায় তিনজনকে ‘পলাতক’ দেখিয়ে বিচার চলছে।বিচারপ্রক্রিয়া নিয়ে প্রবল উদ্বেগ প্রকাশ করেছেন যুক্তরাজ্যের পাঁচ শীর্ষস্থানীয় আইনজীবী, যাদের মধ্যে রয়েছেন সাবেক বিচারমন্ত্রী রবার্ট বাকল্যান্ড ও টনি ব্লেয়ারের স্ত্রী শেরি ব্লেয়ার। বাংলাদেশের রাষ্ট্রদূতকে লেখা চিঠিতে তারা অভিযোগ করেন—টিউলিপকে যথাযথ আইনগত অধিকার, অভিযোগ দেখার সুযোগ এবং আইনজীবী নিয়োগের স্বাধীনতা দেওয়া হয়নি; বিচার ‘সাজানো’ ও ‘অন্যায্য’। তারা দাবি করেন, টিউলিপ নাগরিক হিসেবে পলাতক নন, প্রয়োজনে প্রত্যর্পণের মাধ্যমে তাকে বিচারমুখী করা সম্ভব।আইনজীবীরা আরও বলেন, মামলাটি নিয়ে দুদক কর্মকর্তা ও ক্ষমতাসীনদের মন্তব্য বিচারপ্রক্রিয়ার নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ করছে। আন্তর্জাতিক মান বজায় রেখে ন্যায়সংগত বিচার নিশ্চিত করতে তারা বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানান।
