এনসিপি এলে ৪০, না এলে ২৩ আসনে শরিকদের ছাড় দেবে বিএনপি
২৩৭ আসনে সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণার এক সপ্তাহ পার হলেও শরিক দলগুলোর সঙ্গে আসন সমঝোতা চূড়ান্ত করতে পারেনি বিএনপি। এতে শরিকদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, বর্তমানে ৬৩টি আসন ফাঁকা আছে—এর মধ্যে এনসিপি ও খেলাফত মজলিসের সঙ্গে সমঝোতা হলে বিএনপি সর্বোচ্চ ৪০টি আসন শরিকদের ছাড়তে পারে; না হলে এই সংখ্যা কমে দাঁড়াবে ২৩-এ। শরিকদের অভিযোগ, বিএনপির প্রার্থীরা ইতিমধ্যে তাদের প্রত্যাশিত আসনে প্রচারণা শুরু করেছেন, ফলে পরে আসন ছাড় কার্যকর করা কঠিন হবে। বিএনপির শীর্ষ নেতারা স্বীকার করেছেন, দেরি হলে প্রার্থীদের নিয়ন্ত্রণে রাখা কঠিন হতে পারে এবং কেউ কেউ স্বতন্ত্র প্রার্থী হিসেবেও দাঁড়াতে পারেন।
