জাল ফেলতেই জেলের ভাগ্যবদল, এক ট্রলারে ৬১ মণ ইলিশ
পটুয়াখালীর কুয়াকাটার কাছে বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে একটি ট্রলার 'এফবি আল্লাহর দান' একদিনে ৬১ মণ ইলিশ ধরে এনেছে, যার নিলামে বিক্রি হয়েছে প্রায় ৩৩ লাখ ৪৮ হাজার টাকা। সোমবার (১৪ জুলাই) ট্রলারটি আলীপুর মৎস্য বন্দরে পৌঁছায়।বিভিন্ন ওজনভিত্তিক ইলিশের দাম ছিল —৯০০–১০০০ গ্রাম: ৭৩,০০০ টাকা/মণ৬০০–৮০০ গ্রাম: ৫৮,০০০ টাকা/মণ৪০০–৫০০ গ্রাম: ৪৪,০০০ টাকা/মণট্রলারের মাঝি ও মাছ ব্যবসায়ীরা জানান, নিষেধাজ্ঞা ও বৈরী আবহাওয়ার কারণে আগে মাছ কম পাওয়া গেলেও এখন জালে উঠছে বড় আকারের ইলিশ।উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, তাপমাত্রা কমে যাওয়ায় গভীর সাগরে এখন বেশি ও বড় ইলিশ ধরা পড়ছে। আবহাওয়া অনুকূলে থাকলে মাছের পরিমাণ আরও বাড়বে বলে তিনি আশা প্রকাশ করেন।