যমুনা অভিমুখে যাওয়ার চেষ্টা প্রকৌশল শিক্ষার্থীদের, সাউন্ড গ্রেনেড–কাঁদানে গ্যাস নিক্ষেপ–লাঠিচার্জ
সংঘর্ষের সারসংক্ষেপতারিখ ও সময়: বুধবার, বেলা দেড়টার পরঅবস্থান: শাহবাগ থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখেঘটনা:শিক্ষার্থীরা ‘লংমার্চ টু ঢাকা’ কর্মসূচির অংশ হিসেবে রওনা হলে পুলিশ বাধা দেয়।ধস্তাধস্তি, লাঠিচার্জ, কাঁদানে গ্যাস, সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার করে পুলিশ।শিক্ষার্থীরা পাল্টা ধাওয়া করে কিন্তু শেষে ছত্রভঙ্গ হয়ে যায়।আহত: কয়েকজন শিক্ষার্থী ও পুলিশ আহত হয়েছেন।দাবি:ডিপ্লোমা প্রকৌশলীরা যেন নামের আগে ‘প্রকৌশলী’ লিখতে না পারেন।তাঁদের পদোন্নতি দিয়ে ৯ম গ্রেডে উন্নীত না করা।১০ম গ্রেডের চাকরিতে প্রবেশের ক্ষেত্রে কেবল স্নাতক প্রকৌশলীদের সুযোগ দেওয়া।