মাইলস্টোনসহ বিমানবন্দরের অ্যাপ্রোচ এরিয়ার সব প্রতিষ্ঠান সরিয়ে নেওয়া উচিত
রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হয়ে এখন পর্যন্ত ৩৩ জন নিহত ও দেড় শতাধিক আহত হয়েছে। এই মর্মান্তিক ঘটনার পর জনবসতিপূর্ণ এলাকায় বিমান প্রশিক্ষণ এবং বিমানবন্দর সংলগ্ন অনিরাপদ স্থাপনা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি) এক জরুরি অনুসন্ধান প্রতিবেদনে জানিয়েছে, মাইলস্টোন স্কুল কারিগরিভাবে বৈধ হলেও এটি রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অ্যাপ্রোচ এরিয়ায় (উড্ডয়ন ও অবতরণ এলাকা) অবস্থিত, যা নিরাপত্তার দিক থেকে ঝুঁকিপূর্ণ।প্রতিবেদনে বলা হয়েছে, অ্যাপ্রোচ এরিয়ায় ১৫০ ফুট উচ্চতার স্থাপনার অনুমতি থাকলেও সেগুলোর ব্যবহারবিধি বা জনসমাগম নিয়ন্ত্রণে সরকারের কোনো সুস্পষ্ট নীতিমালা নেই। ফলে কারিগরি বৈধতা থাকলেও বাস্তবে এগুলো জননিরাপত্তার জন্য হুমকিস্বরূপ।পরিকল্পনাবিদরা বলেন, আন্তর্জাতিক মান অনুযায়ী, বিমানবন্দর শহরের বাইরে হওয়া উচিত। সেই সাথে অ্যাপ্রোচ এরিয়া থেকে স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা ইত্যাদি জনসমাগমস্থল সরিয়ে নিতে হবে। ভবিষ্যতের দুর্ঘটনা রোধে অবৈধ বা অতিরিক্ত উচ্চতার স্থাপনা ভেঙে ফেলার পরামর্শ দেওয়া হয়েছে।