গণভোটে ‘না’ ভোটের আহ্বান জয়নুল আবদিন ফারুকের
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক ভোটারদের গণভোটে ‘না’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন। নোয়াখালী-২ আসনের সেনবাগে মহিলা দলের প্রতিনিধি সভায় তিনি বলেন, ভোটারদের হাতে দুটি ব্যালট থাকবে—একটি দলীয় প্রতীকসহ নির্বাচনের জন্য এবং অন্যটি গণভোটের জন্য। সেখানে বিএনপির অবস্থান হবে ‘না’। তিনি অভিযোগ করেন, নির্বাচনকে ঘিরে বিভিন্ন মহলে চক্রান্ত চলছে। মহিলা দল নেত্রীদের উদ্দেশে তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এলে দেশে এক কোটি মানুষের কর্মসংস্থান হবে এবং তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন। নিজের পাঁচবারের এমপি পরিচয় তুলে ধরে তিনি ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান। সভায় জেলা ও উপজেলা বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।
