২৪ জুলাইয়ের এইচএসসি পরীক্ষাও স্থগিত
আগামী বৃহস্পতিবার (২৪ জুলাই) অনুষ্ঠিতব্য এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। নতুন তারিখ নিয়মিত পরীক্ষা শেষে জানানো হবে। মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে এক অনুষ্ঠানে শিক্ষা উপদেষ্টা সি আর আবরার এ ঘোষণা দেন।এর আগে, মাইলস্টোন কলেজের উত্তরা ক্যাম্পাসে বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়, যার পর শিক্ষার্থীরা ছয় দফা দাবিতে বিক্ষোভ শুরু করে। এসব দাবি যৌক্তিক বিবেচনায় অন্তর্বর্তী সরকার মেনে নিয়েছে। ঘটনাপ্রবাহ ও জনমত বিবেচনায় মধ্যরাতে পরীক্ষার স্থগিতাদেশ আসে। এছাড়াও আজকের (২২ জুলাই) জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষাও স্থগিত করা হয়েছে।