৪৮তম বিশেষ বিসিএস পরীক্ষা আজ, পিএসসির তিন নির্দেশনা
৪৮তম বিশেষ বিসিএস:পরীক্ষার তারিখ ও সময়:আজ শুক্রবার (১৮ জুলাই), সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত।পরীক্ষার ধরন:লিখিত (এমসিকিউ টাইপ) পরীক্ষা, ২০০ নম্বর, সময় ২ ঘণ্টা।পরীক্ষার কেন্দ্র:শুধুমাত্র ঢাকার বিভিন্ন কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে।নিয়োগ সংখ্যা:মোট ৩ হাজার চিকিৎসক।সহকারী সার্জন: ২৭০০ জনসহকারী ডেন্টাল সার্জন: ৩০০ জনপিএসসির তিন নির্দেশনা:১. সকাল ৮টা থেকে ৯:৩০-এর মধ্যে শুধু প্রবেশপত্র ও কালো বলপেন নিয়ে হলে প্রবেশ করতে হবে। ৯:৩০-এর পর প্রবেশ নিষিদ্ধ।২. প্রবেশপত্র ও কালো বলপেন ছাড়া অন্য কিছু আনলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।৩. প্রবেশপত্রে কেন্দ্রের নাম দেখে যথেষ্ট সময় হাতে নিয়ে কেন্দ্রে পৌঁছাতে হবে।সংগঠক:বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।