৪৮তম বিশেষ বিসিএসের বিষয়ে যে বিশেষ বার্তা পিএসসির
৪৮তম বিশেষ বিসিএস লিখিত (MCQ) পরীক্ষার নির্দেশনা:বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) পরীক্ষার্থীদের জন্য কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছে—হলে প্রবেশের সময়:সকাল ৮টা থেকে ৯টা ৩০ মিনিটের মধ্যে পরীক্ষার্থীদের হলে প্রবেশ করতে হবে। ৯টা ৩০ মিনিটের পর গেট বন্ধ হয়ে যাবে, এরপর কেউ প্রবেশ করতে পারবে না।আনতে হবে যা:শুধু প্রবেশপত্র এবং কালো কালির বলপেন সঙ্গে রাখা যাবে।আনতে নিষেধ যা:প্রবেশপত্র ও বলপেন ছাড়া অন্য কিছু আনলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।সঠিক হলে যাওয়া:প্রবেশপত্রে হলের নাম দেখে নিশ্চিত হয়ে নির্দিষ্ট হলে যেতে হবে।