ইতিহাস গড়ায় মেয়েদের আর্থিক পুরস্কার ঘোষণা যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের
বাংলাদেশ নারী ফুটবল দল প্রথমবারের মতো এএফসি নারী এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নিয়ে ইতিহাস গড়েছে। এই সাফল্যের স্বীকৃতিস্বরূপ দলকে ৫০ লাখ টাকার আর্থিক পুরস্কার দিয়েছে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব। বাফুফে এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে। অতীতে বাছাই পর্বে জয় না পেলেও এবার গ্রুপ ‘সি’ চ্যাম্পিয়ন হয়ে মূল পর্বে জায়গা পায় বাংলাদেশ। বাহরাইন ও তুর্কমিনিস্তানকে ৭-০ ব্যবধানে এবং স্বাগতিক মায়ানমারকে ২-১ গোলে হারিয়ে চমক দেখায় তারা। ফিফা র্যাংকিংয়ে পিছিয়ে থেকেও দুর্দান্ত পারফরম্যান্স উপহার দেয় দলটি।