গণতন্ত্রকে আবার ধ্বংস করার চক্রান্ত চলছে: মির্জা ফখরুল
‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের পর দেশে গণতন্ত্র ধ্বংসের চক্রান্ত চলছে। তিনি বলেন, এই দিবসের প্রেরণায় বিএনপি সত্যিকার গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যেই কাজ করছে।মির্জা ফখরুল জিয়াউর রহমানকে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেতা হিসেবে উল্লেখ করে বলেন, ৭ নভেম্বর ১৯৭৫ ছিল দেশের অগ্রগতির মোড় ঘোরানো দিন। জিয়া বহুদলীয় গণতন্ত্র, সংবাদপত্র ও বিচার বিভাগের স্বাধীনতা প্রতিষ্ঠা করেছিলেন।দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে জামায়াতে ইসলামী যে আলোচনা আহ্বান জানিয়েছে, সে বিষয়ে নতুন কোনো মন্তব্য না করে তিনি বলেন, বিএনপির অবস্থান আগের সংবাদ বিজ্ঞপ্তিতেই পরিষ্কার করা হয়েছে।এদিন বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলো জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানায়।
