দেশ সংস্কারে ‘মুজিববাদী সংবিধান’ সংস্কার প্রয়োজন: নাহিদ
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, সংস্কার ছাড়া জাতীয় নির্বাচন সম্ভব নয়। তিনি ১৯৭২ সালের সংবিধানকে মুজিববাদী উল্লেখ করে বলেন, দেশের উন্নয়নে সংবিধান সংস্কার প্রয়োজন।শনিবার (২৬ জুলাই) মৌলভীবাজারে এক পথসভায় তিনি এসব কথা বলেন। তিনি অভিযোগ করেন, হবিগঞ্জের পুলিশ হত্যার দায় অন্যদের ঘাড়ে চাপানোর চেষ্টা চলছে।নাহিদ আরও জানান, চা শ্রমিকদের জীবনমান উন্নয়ন ও জাতিসত্তাগুলোর অধিকার নিশ্চিত করতে কাজ করবে এনসিপি।এর আগে সিলেটে শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। সভা শেষে নেতারা কিশোরগঞ্জের উদ্দেশে রওনা দেন।