সেই আলফি পাস করেছে
রাজশাহীর অগ্রণী বিদ্যালয়ের শিক্ষার্থী রাকিয়া ওরফে আলফি তার বাবার লাশ মর্গে রেখেই এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৪ পেয়ে পাস করেছেন। ১৬ এপ্রিল রাতে মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় খুন হন তার বাবা আকরাম আলী। পরদিন ইংরেজি দ্বিতীয়পত্র পরীক্ষায় অংশ নেন আলফি। বাবার মৃত্যুর শোক সত্ত্বেও পরীক্ষায় বসা ছিল তার সাহসিকতার উদাহরণ। পরিবার আশা করেছিল সে জিপিএ-৫ পাবে। বিদ্যালয় কর্তৃপক্ষও তার অধ্যবসায় ও মেধার প্রশংসা করেছে।