জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম বরিশালের এক পথসভায় বলেছেন, গণঅভ্যুত্থানের পরও নির্বাচন কমিশন (ইসি) নিরপেক্ষভাবে কাজ করছে না। তিনি অভিযোগ করেন, খুনি ফ্যাসিস্ট বাহিনীর প্রতীক এখনও ইসির তালিকায় রাখা হয়েছে, যা ইসির অস্বচ্ছ উদ্দেশ্যের ইঙ্গিত দেয়।
নাহিদ ইসলাম বলেন, এনসিপি জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ঘোষণা করেছে এবং একটি চাঁদাবাজি-দুর্নীতিমুক্ত, সহিংসতামুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করছে। তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে রক্তপাত ও অন্তর্কোন্দল চলছে এবং এনসিপি আর কোনো সহিংসতা সহ্য করবে না।
তিনি ঘোষণা দেন, আগামী ৩ আগস্ট ঢাকার শহীদ মিনারে "জুলাই ঘোষণাপত্র" ও "মুক্তির ইশতেহার" নিয়ে দেশজুড়ে গণজাগরণ ঘটানো হবে। এবারের লক্ষ্য সংসদ ভবন, যেখানে জনগণের শক্তি দিয়ে বিজয় অর্জনের আশা প্রকাশ করেন তিনি।
পথসভায় বরিশালসহ আশেপাশের জেলা থেকে হাজারো কর্মী-সমর্থক যোগ দেন। কেন্দ্রীয় নেতারা মিছিল করে সভাস্থলে পৌঁছান এবং সাধারণ মানুষের উদ্দেশে শুভেচ্ছা জানান।
অন্যান্য নেতাদের মধ্যে ছিলেন সামান্তা শারমিন, আরিফুল ইসলাম আদীব, তাজনুভা জাবিন, ডা. তাসনিম জারা, নাহিদা নিভা, হাসানাত আব্দুল্লাহ, সারজিস আলম, সাকিব মাহাদী, সাদিয়া ফারজানা দিনা, ডা. মাহমুদা মিতু, সানাউল্লাহ, হাসিব আর রহমান ও আল আমিন টুটুল।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, শুধু ফ্যাসিবাদী সরকারের পতন নয়, মৌলিক সংস্কারের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়তে হবে। তিনি ‘জুলাই ঘোষণাপত্র’ ও ‘জুলাই সনদের’ দাবি জানান এবং গণঅভ্যুত্থানে শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার আহ্বান জানান। নাটোরে এনসিপির পথসভায় তিনি বলেন, গণতন্ত্র, সমতা ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠনই তাদের লক্ষ্য। পথসভা ঘিরে ব্যানার ছেঁড়ার ঘটনা ঘটে এবং একজনকে নাশকতার আশঙ্কায় আটক করা হয়। অনুষ্ঠান শেষে শহীদ পরিবারের সঙ্গে মতবিনিময় করে নেতারা সিরাজগঞ্জের উদ্দেশে রওনা দেন।
নাহিদ ইসলাম বলেন, নাটোরে তাদের কর্মসূচিতে বাধা দেওয়ার চেষ্টা করা হয়েছিল, যা পূর্বের অভিজ্ঞতা থেকে শিক্ষা না নেওয়ার লক্ষণ। তিনি হুঁশিয়ারি দেন, যারা আন্দোলনে বাধা দেবে, তাদের পরিণতি ভালো হবে না। ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনে নাটোরের ছাত্র-জনতার ঐক্য ভূমিকা রেখেছে বলেও তিনি দাবি করেন। এখন তাদের লক্ষ্য একটি নতুন, গণতান্ত্রিক, বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠন করা। তিনি তরুণদের সহযোগিতার আহ্বান জানান। পাশাপাশি বলেন, জুলাই ঘোষণা ও জুলাই সনদ নিয়ে এনসিপি কোনো টালবাহানা সহ্য করবে না।