বদলির চিঠি প্রকাশ্যে ছিঁড়ে ফেলায় ৯ কর কর্মকর্তা বরখাস্ত
সরকার এনবিআরের ৯ কর কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে। তাঁদের বিরুদ্ধে ২২ জুন জারি হওয়া বদলির আদেশ প্রকাশ্যে ছিঁড়ে ফেলার কারণে ঔদ্ধত্যপূর্ণ আচরণের অভিযোগে বিভাগীয় তদন্ত শেষে এই পদক্ষেপ নেওয়া হয়। বরখাস্তকৃতদের মধ্যে যুগ্ম কর কমিশনার, উপকর কমিশনার ও এনবিআরের প্রথম সচিব রয়েছেন। এরা সবাই গত মাসে এনবিআরের রাজস্ব খাতে যৌক্তিক সংস্কারের দাবিতে আন্দোলনে সক্রিয় ছিলেন, কেউ কেউ নেতৃত্বও দিয়েছেন। সাময়িক বরখাস্তকালে তাঁরা খোরপোষ ভাতা পাবেন। এর আগে আন্দোলনের দায়ে আরও কয়েকজনকে বাধ্যতামূলক অবসর, সাময়িক বরখাস্ত ও দুদকের তদন্তের মুখে ফেলা হয়েছে।