অগ্নিদগ্ধদের চিকিৎসা দিতে বাংলাদেশে আসছে ভারতীয় চিকিৎসকদল
উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় আহতদের চিকিৎসায় সহায়তার জন্য ভারত বিশেষজ্ঞ চিকিৎসক, নার্স ও চিকিৎসা সরঞ্জাম পাঠাচ্ছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দুর্ঘটনায় শোক প্রকাশ করে অগ্নিদগ্ধদের চিকিৎসার আশ্বাস দেন। এই পরিপ্রেক্ষিতে ভারতের চিকিৎসক দল শিগগিরই ঢাকায় আসছে বলে জানিয়েছে ভারতীয় হাই কমিশন। তারা আহতদের মূল্যায়ন করে প্রয়োজনে ভারতে চিকিৎসার সুপারিশ করবে। প্রয়োজনে আরও চিকিৎসকদলও আসতে পারে। এছাড়া বাংলাদেশ সরকারকে চিকিৎসা সহায়তার জন্য জরুরি চিঠিও দিয়েছে ভারতীয় হাই কমিশন।