জুলাই সনদের বাইরে গিয়ে সিদ্ধান্ত ঘোষণা করলে দায় সরকারের: বিএনপি
বিএনপি জানিয়েছে, জুলাই জাতীয় সনদের বাইরে গিয়ে সরকার কোনো সিদ্ধান্ত নিলে তার দায়দায়িত্ব পুরোপুরি সরকারের ওপরই পড়বে, সনদে স্বাক্ষরকারী রাজনৈতিক দলগুলোর সে সিদ্ধান্ত মানার বাধ্যবাধকতা থাকবে না।মঙ্গলবার গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই অবস্থান জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।তিনি বলেন, জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে দীর্ঘ এক বছরের আলোচনার পর ঐকমত্যের ভিত্তিতে গত ১৭ অক্টোবর জুলাই জাতীয় সনদ স্বাক্ষরিত হয়, যা বাস্তবায়নে সবাই অঙ্গীকারবদ্ধ।অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের কিছু বক্তব্য সনদের বাইরে যাওয়ার ইঙ্গিত দিচ্ছে বলে অভিযোগ করে তিনি বলেন, এ ধরনের সিদ্ধান্ত বিভ্রান্তিকর এবং ঐকমত্য উপেক্ষার শামিল।
