সংবাদ তালিকা
বিভিন্ন বিষয়ের সংবাদ এক নজরে
বিভিন্ন বিষয়ের সংবাদ এক নজরে
২৩৭ আসনে সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণার এক সপ্তাহ পার হলেও শরিক দলগুলোর সঙ্গে আসন সমঝোতা চূড়ান্ত করতে পারেনি বিএনপি। এতে শরিকদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, বর্তমানে ৬৩টি আসন ফাঁকা আছে—এর মধ্যে এনসিপি ও খেলাফত মজলিসের সঙ্গে সমঝোতা হলে বিএনপি সর্বোচ্চ ৪০টি আসন শরিকদের ছাড়তে পারে; না হলে এই সংখ্যা কমে দাঁড়াবে ২৩-এ। শরিকদের অভিযোগ, বিএনপির প্রার্থীরা ইতিমধ্যে তাদের প্রত্যাশিত আসনে প্রচারণা শুরু করেছেন, ফলে পরে আসন ছাড় কার্যকর করা কঠিন হবে। বিএনপির শীর্ষ নেতারা স্বীকার করেছেন, দেরি হলে প্রার্থীদের নিয়ন্ত্রণে রাখা কঠিন হতে পারে এবং কেউ কেউ স্বতন্ত্র প্রার্থী হিসেবেও দাঁড়াতে পারেন।
Read full articleবাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের ডেপুটি হাইকমিশনার পবন বাদেহকে আনুষ্ঠানিকভাবে তলব করেছে। বিষয়টি মূলত স্বৈরাচারী শেখ হাসিনার গণমাধ্যমে প্রবেশাধিকার নিয়ে উদ্বেগকে কেন্দ্র করে। মন্ত্রণালয় জানিয়েছে, পলাতক আসামিকে আশ্রয় দেওয়া ও বাংলাদেশবিরোধী উসকানিমূলক বক্তব্য প্রচারের সুযোগ তৈরি করা দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের জন্য ‘অসহায়ক ও অনভিপ্রেত’। ভারতীয় কূটনীতিককে অনুরোধ করা হয়েছে, বিষয়টি নয়াদিল্লিতে পৌঁছে দিতে যাতে হাসিনার গণমাধ্যমে প্রবেশাধিকার বন্ধ করা হয়।
Read full articleনির্বাচনী প্রচারণায় এবার প্রথমবারের মতো পোস্টার ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করেছে নির্বাচন কমিশন (ইসি)। পরিবেশ রক্ষা ও ব্যয় নিয়ন্ত্রণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন আচরণবিধিতে প্রার্থীরা সর্বোচ্চ ২০টি বিলবোর্ড, ব্যানার বা ফেস্টুন ব্যবহার করতে পারবেন।এছাড়া ড্রোন ব্যবহার ও বিদেশে প্রচারণা চালানোতেও সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া বা বিভ্রান্তিকর এআই-নির্ভর প্রচারণা নিষিদ্ধ করা হয়েছে।সব প্রার্থীকে এখন থেকে আচরণবিধি মানার অঙ্গীকারনামা জমা দিতে হবে এবং একই মঞ্চে ইশতেহার ঘোষণা করতে হবে।বিধি লঙ্ঘন করলে সর্বোচ্চ ৬ মাসের কারাদণ্ড বা দেড় লাখ টাকা জরিমানা হতে পারে। গুরুতর লঙ্ঘনের ক্ষেত্রে প্রার্থিতা বাতিলের ক্ষমতাও ইসির হাতে থাকবে।
Read full articleগণভোট ও জুলাই সনদ ইস্যুতে বিএনপি ও জামায়াত এখন কার্যত মুখোমুখি অবস্থানে, যা অনেকটা ‘পয়েন্ট অব নো রিটার্নে’ পৌঁছেছে।বিএনপি বলছে, সংসদ নির্বাচনের আগে কোনো গণভোট হতে দেওয়া হবে না।জামায়াত বলছে, নির্বাচনের আগে গণভোট হতেই হবে, না হলে আন্দোলনে নামবে। ১১ নভেম্বর পর্যন্ত আলটিমেটাম দিয়েছে দলটি।বিএনপির অবস্থান:মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, কিছু দল (ইঙ্গিত জামায়াতের দিকে) ইচ্ছাকৃতভাবে অস্থিতিশীল পরিবেশ তৈরি করছে ও নির্বাচন বানচালের চেষ্টা করছে। বিএনপি জানিয়েছে, জুলাই সনদে ঐকমত্যের ভিত্তিতেই এগোতে হবে, সরকার যেন তা উপেক্ষা না করে।জামায়াতের অবস্থান:জামায়াত বলছে, জুলাই সনদে আইনি ভিত্তি দিতে হবে, এমনকি বিএনপির নোট অব ডিসেন্ট ছাড়াই গণভোট করতে হবে। তারা ৭টি সমমনা দল নিয়ে ৮-দলীয় জোট গঠন করে পাঁচ দফা দাবিতে আন্দোলন ঘোষণা করেছে।রাজনৈতিক বিশ্লেষকদের মত:এই বিরোধ দ্রুত না মিটলে পরিস্থিতি জটিল ও অস্থিতিশীল হতে পারে, নির্বাচনের আয়োজন নিয়েও নতুন অনিশ্চয়তা তৈরি হতে পারে। বিশ্লেষকরা মনে করেন, সরকারের এখনই উচিত বিএনপি, জামায়াত, এনসিপি ও অন্যান্য নির্বাচনী দলের সঙ্গে সংলাপে বসে সমাধান খোঁজা।
ফিলিপাইনে টাইফুন কালমেগি (স্থানীয় নাম টিনো)–এর তাণ্ডবে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছেন প্রেসিডেন্ট ফের্দিনান্দ মার্কোস জুনিয়র।সরকারি হিসাব অনুযায়ী এখন পর্যন্ত ২৪১ জনের মৃত্যু ও নিখোঁজের ঘটনা ঘটেছে—এর মধ্যে ১১৪ জন নিহত এবং ১২৭ জন নিখোঁজ।সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকা সেন্ট্রাল ভিসায়াস, যেখানে অন্তত ৮২ জন আহত হয়েছেন। ঘূর্ণিঝড়টি বাড়িঘর, বিদ্যুতের খুঁটি ও গাছ উপড়ে ফেলে, এবং বন্যা ও ভূমিধসের কারণে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে।প্রায় ৫ লাখ মানুষ বাস্তুচ্যুত এবং ১৪ লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক এলাকায় এখনো বিদ্যুৎ বিচ্ছিন্ন ও বৃষ্টিপাত অব্যাহত।কালমেগি ফিলিপাইন অতিক্রম করে বর্তমানে দক্ষিণ চীন সাগরের দিকে অগ্রসর হচ্ছে এবং শুক্রবার ভিয়েতনামে আঘাত হানতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।সরকার উদ্ধার ও ত্রাণ কার্যক্রম জোরদার করেছে এবং পরবর্তী টাইফুন ‘উওয়ান’–এর আগমনেও প্রস্তুতি নিচ্ছে।
Read full articleএনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জানিয়েছেন, দলটি এককভাবেই নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছে এবং ৩০০ আসনেই প্রার্থী দেওয়ার লক্ষ্য রয়েছে। তিনি জানান, আগামী ১৫ নভেম্বরের মধ্যে প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। তবে জুলাই সনদে থাকা সংস্কারের দাবিগুলোর সঙ্গে অন্য দল একমত হলে জোট বিবেচনা করা হতে পারে। খালেদা জিয়ার মতো গণতান্ত্রিক আন্দোলনে ভূমিকা রাখা নেতাদের প্রতি সম্মান জানিয়ে কিছু আসনে এনসিপি প্রার্থী নাও দিতে পারে বলেও জানান তিনি।নারায়ণগঞ্জে জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে মারা যাওয়া গাজী সালাহউদ্দিনের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে নাহিদ ইসলাম বলেন, আহত ও শহীদদের চিকিৎসা ও সহায়তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। তিনি দাবি করেন, অনেক আহত যোদ্ধা চিকিৎসার অভাবে কষ্ট পাচ্ছেন এবং নতুন সরকারকে এসব আহতদের দীর্ঘমেয়াদি চিকিৎসার দায়িত্ব নিতে হবে।নির্বাচন নিয়ে নাহিদ ইসলাম বলেন, অর্থশালী ও গডফাদারদের রাজনীতি চ্যালেঞ্জ করে খেটে খাওয়া মানুষ, শিক্ষক, ইমাম ও সমাজে গ্রহণযোগ্য ব্যক্তিদের প্রার্থী করতে চান তারা।
Read full articleএ সপ্তাহে রাতের আকাশে দেখা মিলবে বছরের দ্বিতীয় সুপারমুন বা বছরের সবচেয়ে বড় ও উজ্জ্বল পূর্ণিমা। চাঁদ যখন পৃথিবীর কাছে আসে (পেরিজি) এবং পূর্ণিমা হয়, তখন তা সাধারণ সময়ের তুলনায় বড় ও ঝলমলে দেখা যায়।২০২৫ সালের এই সুপারমুনকে বিভার মুন বলা হচ্ছে, যা নভেম্বরের পরিপ্রেক্ষিতে প্রাচীন সংস্কৃতি ও আদিবাসীদের মধ্যে বিশেষভাবে পরিচিত। যুক্তরাজ্যে এই রাতটি ঐতিহ্যবাহী ‘বনফায়ার নাইট’ উদযাপনের সঙ্গে মিলিত হবে।সুপারমুনের দৃশ্য ভালোভাবে দেখতে চাইলে পরিষ্কার আবহাওয়া থাকা জরুরি। চাঁদের কক্ষপথ ডিম্বাকৃতি হওয়ায় কখনো পৃথিবীর কাছাকাছি আসে, কখনো দূরে থাকে। নভেম্বরের এই সুপারমুনের পর ৪ ডিসেম্বর দেখা যাবে বছরের শেষ সুপারমুন।
Read full articleআসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি ২৩৭টি আসনে সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেছে। মোট ৩০০ আসনের মধ্যে বাকি ৬৩টি আসনের ৪০টি যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর জন্য রাখা হয়েছে। আরও ২৩টি আসনের বিষয়ে সিদ্ধান্ত পরে জানানো হবে। জাতীয় নাগরিক পার্টির সাথে সমঝোতা হলে আসন বণ্টনে পরিবর্তন হতে পারে।দলীয় সূত্র জানায়, তিন ধাপের জরিপ ও মাঠপর্যায়ের তথ্য যাচাই করে প্রার্থী বাছাই করা হয়েছে। জনপ্রিয়তা, সাংগঠনিক সক্ষমতা ও নির্বাচনী প্রস্তুতি বিবেচনায় নিয়ে কয়েক ধাপে মনোনয়ন প্রত্যাশীদের যাচাই করা হয়।তারেক রহমান, মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ পাঁচজন শীর্ষ নেতা প্রায় এক মাস আলোচনা করে প্রাথমিক তালিকা তৈরি করেন। পরে স্থায়ী কমিটির বৈঠকে তা যাচাই করে ২৩৭টি নাম চূড়ান্ত করা হয়। বাকি ২৩টি আসনে মতৈক্য না হওয়ায় সিদ্ধান্ত স্থগিত থাকে।স্থায়ী কমিটির নেতারা জানিয়েছেন, এবার প্রার্থী নির্বাচন আগের তুলনায় আরও গবেষণাভিত্তিক ও সংগঠিতভাবে হয়েছে, যাতে মাঠপর্যায়ের কার্যকর ও জনপ্রিয় নেতাদের প্রাধান্য দিয়ে শক্তিশালী নির্বাচন টিম গঠন করা যায়।
Read full articleজাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর পদত্যাগের গুঞ্জনকে “ভিত্তিহীন ও অসত্য” বলে জানিয়েছে দলটি।বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দিবাগত রাতে এনসিপির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, নাসীরুদ্দীন এখনও দলের সঙ্গে আছেন এবং সাম্প্রতিক সময়েও তিনি নির্বাচন কমিশনে দলের নিবন্ধন সংক্রান্ত কাজে দায়িত্ব পালন করেছেন।এছাড়া, সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ ফেসবুকে পোস্ট দিয়েও পদত্যাগের খবরকে “গুজব” বলে দাবি করেন এবং এ ধরনের বিভ্রান্তিকর সংবাদ প্রচারের নিন্দা জানান।এর আগে, কয়েকটি গণমাধ্যমে এনসিপি সূত্রের বরাত দিয়ে নাসীরুদ্দীনের পদত্যাগপত্র জমা দেওয়ার খবর প্রকাশিত হয়, যা এখন দলীয়ভাবে অস্বীকার করা হয়েছে।
Read full articleআন্দোলনরত প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তিন দফা দাবি পর্যালোচনার জন্য অন্তর্বর্তীকালীন সরকার চার উপদেষ্টাকে নিয়ে একটি কমিটি গঠন করেছে।সভাপতি: মুহাম্মদ ফাওজুল কবির খান (বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা)সদস্য: সৈয়দা রিজওয়ানা হাসান, আদিলুর রহমান খান ও অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরারপ্রকৌশলীদের সংগঠনের প্রতিনিধিরাও এতে যুক্ত থাকবেন।কমিটি এক মাসের মধ্যে প্রতিবেদন দেবে এবং প্রয়োজনে নতুন সদস্য অন্তর্ভুক্ত করতে পারবে।শাহবাগে পাঁচ ঘণ্টার অবরোধের পর শিক্ষার্থীরা বুধবার থেকে ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচি পালন করছেন।
Read full articleগত বছরের ৫ আগস্টের আগে ভোলাগঞ্জ সাদা পাথর পর্যটনকেন্দ্র ছিল সাদা পাথরের অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পরিচিত। কিন্তু এরপর থেকে প্রায় বিরামহীনভাবে পাথর ও বালু লুট চলছে, অনুমানিক ১ কোটি ৫০ লাখ ঘনফুট পাথর চুরি হয়েছে, যার বাজারমূল্য ২০০ কোটি টাকার বেশি। বিজিবির চারটি ক্যাম্প থাকা সত্ত্বেও লুট অব্যাহত।প্রশাসন দাবি করছে তারা মোবাইল কোর্ট ও টাস্কফোর্সের মাধ্যমে অভিযান চালাচ্ছে, তবে স্থানীয়রা ও পরিবেশবিদরা মনে করেন প্রশাসনের শিথিলতা ও প্রভাবশালীদের অবৈধ কার্যক্রমই এর মূল কারণ। আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও পাথর তোলা বন্ধ হয়নি।সাদা পাথরের উৎপত্তি ও গুরুত্ব:ধলাই নদী ভারতের মেঘালয়ের পাহাড়ি ঝর্ণা থেকে নেমে আসে এবং তীব্র স্রোতে পাথর এনে জমায়।পাথর প্রাকৃতিকভাবে পানির স্রোত নিয়ন্ত্রণ করে, অক্সিজেন মিশিয়ে পানির গুণমান উন্নত করে এবং আশপাশের অঞ্চলে খাবার পানির চাহিদা মেটায়।পাথর অপসারণে স্রোতের তীব্রতা বৃদ্ধি, প্লাবন, নদীভাঙন ও পানিদূষণ হয়।বর্তমান পরিস্থিতি:স্থানীয় সাংবাদিকরা জানিয়েছেন প্রশাসনের স্থবিরতা ও ভয়ভীতিই লুটের কারণ।কিছু এলাকায় বিজিবি ক্যাম্পের কাছেই অল্প পাথর অবশিষ্ট আছে।সম্প্রতি প্রশাসনের অভিযান হলেও লুট পুরোপুরি থামেনি।এটি শুধু একটি পর্যটনকেন্দ্রের ধ্বংস নয়, বরং একটি গুরুত্বপূর্ণ প্রাকৃতিক জল ও পরিবেশ ব্যবস্থার মারাত্মক ক্ষতি।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম গত ১১ আগস্ট চানখারপুল গণহত্যা মামলায় সূচনা বক্তব্যে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এ এস এম মাকসুদ কামালের ১৪ জুলাইয়ের টেলিফোন কথোপকথনের অডিও রেকর্ডের লিখিত রূপ তুলে ধরেন। এতে শেখ হাসিনা আন্দোলনকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেন এবং ফাঁসির হুমকি দেন।মাকসুদ কামাল ফোনে বলেন,‘প্রত্যেক হল থেকে তো ছেলেমেয়েরা তালা ভেঙে বের হয়ে গেছে। এখন তারা রাজু ভাস্কর্যে, চার–পাঁচ হাজার ছেলেমেয়ে জমা হইছে। মল চত্বরে জমা হয়েছে এবং যেকোনো মুহূর্তে আমার বাসাও অ্যাটাক (আক্রমণ) করতে পারে।’শেখ হাসিনা জবাবে বলেন,‘তোমার বাসা প্রটেকশনের (সুরক্ষার) কথা বলে দিছি।’মাকসুদ কামাল বলেন,‘জি জি।’শেখ হাসিনা বলেন,‘আগে একবার করছে...।’মাকসুদ কামাল বলেন,‘ওই রকম একটা প্রস্তুতি...লাঠিসোঁটা নিয়ে বের হইছে।’শেখ হাসিনা বলেন,‘লাঠিসোঁটা নিয়ে বের হলে হবে না, আমি পুলিশ এবং বিডিআর হয়ে বিজিবি আর...বলছি খুব অ্যালার্ট (সতর্ক) থাকতে এবং তারা রাজাকার হইতে চাইছে তো, তাদের সবাই রাজাকার। কী আশ্চর্য কোন দেশে বসবাস করি।’মাকসুদ কামাল বলেন,‘জি জি…বলতেছে আমরা সবাই রাজাকার।’শেখ হাসিনা বলেন,‘তো রাজাকারের তো ফাঁসি দিছি, এবার তোদেরও তাই করব। একটাও ছাড়ব না, আমি বলে দিছি। এই এত দিন ধরে আমরা কিন্তু বলিনি, ধৈর্য ধরছি, তারা আবার বাড়ছে।’মাকসুদ কামাল বলেন,‘বেশি বেড়ে গেছে এবং অতিরিক্ত বেড়ে গেছে, অতিরিক্ত...। আপা একটু ক্যাম্পাসের নিরাপত্তাটা আরেকটু বাড়ানো...। আর আমার বাসার ওইখানেও...।’শেখ হাসিনা বলেন,‘ক্যাম্পাসের...ব্যবস্থা করছি, সমস্ত ক্যাম্পাসে…বিজিবি, র্যাব এবং পুলিশ—সব রকম ব্যবস্থা হইছে। তোমার বাসার ভেতরে লোক রাখতে বলছি। ভেতরে কিছু রাখা আছে...এত বাড়াবাড়ি ভালো না।’মাকসুদ কামাল বলেন,‘বিজয় একাত্তর হলে ছাত্রলীগের ছেলেদেরকে মেরেছে। আরও দু–একটা হলে একই কাজ করেছে। ছাত্রলীগের ছেলেপেলে সাদ্দাম (এখন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সভাপতি), ইনান (নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদক), শয়ন (নিষিদ্ধ ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটির সভাপতি) ওরা আমার বাসায় ছিল সন্ধ্যা থেকে। আমি খবর পাচ্ছিলাম, ওদেরকে আমি ডেকে নিয়ে আসছি, ওরাও আসছে। ওদের সাথে বসে ওদের হলে হলে যেন ছাত্রলীগকে সংঘবদ্ধ রাখে এবং ঢাকা উত্তর, দক্ষিণকে যেন খবর দেয়। এগুলা করতে করতেই হাজার হাজার ছেলেমেয়ে একত্র হয়ে গেছে।’শেখ হাসিনা বলেন,‘কোন দেশে বাস করি আমরা। এদেরকে বাড়তে বাড়তে তো...রাজাকারদের কী অবস্থা হয়েছে দেখিস নাই, সবগুলাকে ফাঁসি দিছি, এবার তোদেরও ছাড়ব না।’মাকসুদ কামাল বলেন,‘হ্যাঁ, এবার এই ঝামেলাটা যাক, এরপরে আমিও নিজে ধরে ধরে যারা এই অস্থিরতা সৃষ্টি করছে, মেইন যারা আছে, এদের বহিষ্কার করব ইউনিভার্সিটি থেকে।’শেখ হাসিনা বলেন,‘সব এইগুলাকে বাইর করে দিতে হবে...আমি বলে দিছি আজকে সহ্য করার পরে অ্যারেস্ট (গ্রেপ্তার) করবে, ধরে নেবে এবং যা অ্যাকশন নেওয়ার নেবে...কারণ ইংল্যান্ডে এ রকম ছাত্ররাজনীতির জন্য মাঠে নামল, কতগুলি মেরে ফেলায় দিল না?’মাকসুদ কামাল বলেন,‘জি জি জি।’শেখ হাসিনা বলেন,‘ওই অ্যাকশন না নেওয়া ছাড়া উপায় নাই। আমরা এত বেশি সহনশীলতা দেখাই আজ এত দূর পর্যন্ত আসছে।’মাকসুদ কামাল বলেন,‘এটা তো...আমরাও তো সহনশীলতা...আমি ছাত্রলীগকে বলছি যে তোমরা কোনো ধরনের ইয়ে করতে যাইও না। যেহেতু আদালতের বিষয়, আদালত নিষ্পত্তি করবে।’শেখ হাসিনা বলেন,‘না, এ আদালত হবে না, আবার ২৪ ঘণ্টার আলটিমেটাম দিছে।’মাকসুদ কামাল বলেন,‘আবার রাষ্ট্রপতিকে কেউ এই রকম বলে যে ২৪ ঘণ্টার রাষ্ট্রপতিকে কেউ আলটিমেটাম দেয় একটা দেশে।’শেখ হাসিনা বলেন,‘রাষ্ট্রপতিকে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিচ্ছে...বেয়াদবির একটা সীমা থাকে…!’মাকসুদ কামাল বলেন,‘আপা, আমি আপনাকে যদি অন্য কোনো খারাপের দিকে যায়, আমি আবার একটু জানাব। কিন্তু রাতের বেলা জানাব না, হয়তোবা আধা ঘণ্টা এক ঘণ্টার মধ্যে হলে জানাব।’শেখ হাসিনা বলেন,‘কোনো অসুবিধা নাই...আমি আমি সব সময়ই ফ্রি।’সার্বিকভাবে, এই কথোপকথনে শেখ হাসিনা আন্দোলনকারীদের কঠোর দমন এবং রাজাকারদের ফাঁসির কথা স্পষ্টভাবে জানিয়েছেন এবং ক্যাম্পাস ও বাসার নিরাপত্তা বাড়ানোর নির্দেশ দিয়েছেন।
যুক্তরাষ্ট্র বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের ওপর নতুন করে ২০ শতাংশ পালটা শুল্ক আরোপ করেছে। আগে এই হার ছিল ৩৭ শতাংশ, যা পরে ৩৫ শতাংশে নামানো হয়। এখন তা চূড়ান্তভাবে ২০ শতাংশ করা হয়েছে।বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন জানিয়েছেন, এই শুল্ক সত্ত্বেও বাংলাদেশ প্রতিযোগিতামূলক অবস্থানে থাকবে, তবে তারা ২০ শতাংশের নিচে প্রত্যাশা করেছিলেন।এই শুল্ক আরোপের ফলে বর্তমানে গড়ে ১৫% + ২০% পালটা শুল্ক, অর্থাৎ মোট ৩৫% শুল্ক দিয়ে যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানি করতে হবে।শুল্ক আলোচনার জন্য বাংলাদেশের একটি প্রতিনিধিদল যুক্তরাষ্ট্র সফর করেছে। তিনদিনব্যাপী আলোচনায় নেতৃত্ব দিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন, সাথে ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, বাণিজ্যসচিব ও অন্যান্য কর্মকর্তারা।যুক্তরাষ্ট্র এই আদেশে আরও কয়েকটি দেশের ওপরও শুল্ক আরোপ করেছে, যেমন:ভারত: ২৫%পাকিস্তান, ইন্দোনেশিয়া, ফিলিপাইন: ১৯%শ্রীলংকা, ভিয়েতনাম: ২০%মিয়ানমার: ৪০%আফগানিস্তান: ১৫%ব্রাজিল: ১০%
Read full articleরাশিয়ার কামচাটকা অঞ্চলে স্থানীয় সময় মঙ্গলবার ৮.৭ মাত্রার এক শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (USGS) মতে, ভূমিকম্পটির কেন্দ্র ছিল পেট্রোপাভলভস্ক-কামচাটস্কির ১৩৬ কিলোমিটার (৮৪ মাইল) পূর্বে। এর ফলে একটি সুনামি সৃষ্টি হয়, যা জাপানের দিকে অগ্রসর হয়।বাংলাদেশ সময় বুধবার (৩০ জুলাই) সকালে আলজাজিরার বরাতে জানা যায়, সুনামির প্রথম ঢেউ উত্তর জাপানের হোক্কাইডো প্রিফেকচারের হানাসাকি বন্দরে আঘাত হানে। এনএইচকে ওয়ার্ল্ড জাপানের তথ্য অনুযায়ী, ঢেউয়ের উচ্চতা ছিল ৩০ সেন্টিমিটার (প্রায় ১ ফুট)। যদিও এই ঢেউ তুলনামূলকভাবে ছোট, তথাপি সাধারণ ঢেউয়ের তুলনায় এটি অনেক বেশি শক্তিশালী ছিল এবং অন্যান্য এলাকাতেও আঘাত হানতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।সতর্কতা হিসেবে জাপানের রাজধানী টোকিওসহ উপকূলীয় ও উপকূলসংলগ্ন বিভিন্ন অঞ্চল থেকে প্রায় ২০ লাখ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। জাপানের আবহাওয়া সংস্থা জানিয়েছে, কিছু এলাকায় ৩ মিটার (৯.৮ ফুট) পর্যন্ত উঁচু ঢেউ আঘাত হানতে পারে। এমনকি ৫০ সেন্টিমিটার উচ্চতার ঢেউও ২০০ কেজি (৪৪১ পাউন্ড) পর্যন্ত শক্তি বহন করে, যা একজন প্রাপ্তবয়স্ককে আঘাত করার জন্য যথেষ্ট।ভূমিকম্প এবং সুনামির কারণে জাপানের পরিবহণ ব্যবস্থায় বড় ধরনের বিশৃঙ্খলা দেখা দিয়েছে। সেন্দাই ইন্টারন্যাশনাল বিমানবন্দর সব ধরনের কার্যক্রম বন্ধ করেছে। হোক্কাইডো, ওমোরি ও টোকিও’র মধ্যে ফেরি চলাচল স্থগিত করা হয়েছে।রাশিয়ার পূর্বাঞ্চলীয় কামচাটকা উপদ্বীপে প্রায় ৪ মিটার উচ্চতার জলোচ্ছ্বাস দেখা গেছে। এখনও পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির পরিসংখ্যান জানা যায়নি, তবে আন্তর্জাতিক ভূতাত্ত্বিক সংস্থাগুলো বিষয়টি যাচাই করছে। আশঙ্কা করা হচ্ছে, আগামী কয়েক ঘণ্টায় বড় ধরনের আফটারশক হতে পারে।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, সংস্কার ছাড়া জাতীয় নির্বাচন সম্ভব নয়। তিনি ১৯৭২ সালের সংবিধানকে মুজিববাদী উল্লেখ করে বলেন, দেশের উন্নয়নে সংবিধান সংস্কার প্রয়োজন।শনিবার (২৬ জুলাই) মৌলভীবাজারে এক পথসভায় তিনি এসব কথা বলেন। তিনি অভিযোগ করেন, হবিগঞ্জের পুলিশ হত্যার দায় অন্যদের ঘাড়ে চাপানোর চেষ্টা চলছে।নাহিদ আরও জানান, চা শ্রমিকদের জীবনমান উন্নয়ন ও জাতিসত্তাগুলোর অধিকার নিশ্চিত করতে কাজ করবে এনসিপি।এর আগে সিলেটে শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। সভা শেষে নেতারা কিশোরগঞ্জের উদ্দেশে রওনা দেন।
Read full articleরাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হয়ে এখন পর্যন্ত ৩৩ জন নিহত ও দেড় শতাধিক আহত হয়েছে। এই মর্মান্তিক ঘটনার পর জনবসতিপূর্ণ এলাকায় বিমান প্রশিক্ষণ এবং বিমানবন্দর সংলগ্ন অনিরাপদ স্থাপনা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি) এক জরুরি অনুসন্ধান প্রতিবেদনে জানিয়েছে, মাইলস্টোন স্কুল কারিগরিভাবে বৈধ হলেও এটি রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অ্যাপ্রোচ এরিয়ায় (উড্ডয়ন ও অবতরণ এলাকা) অবস্থিত, যা নিরাপত্তার দিক থেকে ঝুঁকিপূর্ণ।প্রতিবেদনে বলা হয়েছে, অ্যাপ্রোচ এরিয়ায় ১৫০ ফুট উচ্চতার স্থাপনার অনুমতি থাকলেও সেগুলোর ব্যবহারবিধি বা জনসমাগম নিয়ন্ত্রণে সরকারের কোনো সুস্পষ্ট নীতিমালা নেই। ফলে কারিগরি বৈধতা থাকলেও বাস্তবে এগুলো জননিরাপত্তার জন্য হুমকিস্বরূপ।পরিকল্পনাবিদরা বলেন, আন্তর্জাতিক মান অনুযায়ী, বিমানবন্দর শহরের বাইরে হওয়া উচিত। সেই সাথে অ্যাপ্রোচ এরিয়া থেকে স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা ইত্যাদি জনসমাগমস্থল সরিয়ে নিতে হবে। ভবিষ্যতের দুর্ঘটনা রোধে অবৈধ বা অতিরিক্ত উচ্চতার স্থাপনা ভেঙে ফেলার পরামর্শ দেওয়া হয়েছে।
আগামী ২৪ জুলাইয়ের এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে। নতুন তারিখ নিয়মিত পরীক্ষার পর জানানো হবে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার।এর আগে হঠাৎ করে মঙ্গলবারের পরীক্ষাও স্থগিত হয়, যার ফলে পরীক্ষার্থী ও অভিভাবকরা বিপাকে পড়েন।এদিকে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা ছয় দফা দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে। দাবি অনুযায়ী—নিহতদের নাম-ঠিকানা প্রকাশ,আহতদের নির্ভুল তালিকা,শিক্ষকদের সঙ্গে অসদাচরণের জন্য ক্ষমা,ক্ষতিপূরণ প্রদান,ঝুঁকিপূর্ণ প্লেন বাতিল,প্রশিক্ষণ পদ্ধতির সংস্কার।সরকার এই দাবিগুলো যৌক্তিক বলে স্বীকার করেছে এবং আইন উপদেষ্টা আসিফ নজরুল দাবি মেনে নেওয়ার আশ্বাস দিয়েছেন। কলেজ প্রাঙ্গণে একটি তথ্যকেন্দ্র স্থাপন করা হয়েছে এবং ক্ষতিপূরণ, পুনর্বাসন ও ট্রমা ম্যানেজমেন্ট সাপোর্ট দেওয়া হচ্ছে।শিক্ষার্থীদের ওপর সেনাসদস্যদের মারধরের অভিযোগে সরকার দুঃখ প্রকাশ করেছে এবং ব্যবস্থা নিতে সেনা কর্তৃপক্ষকে জানানো হবে।উড়োজাহাজ প্রশিক্ষণের ক্ষেত্রে জনবহুল এলাকা এড়িয়ে চলার নির্দেশ দেওয়া হবে বলেও জানানো হয়েছে। তবে শিক্ষার্থীদের আন্দোলন এখনও চলছে।
Read full article৪৮তম বিশেষ বিসিএস ২০২৫পরীক্ষার তারিখ ও সময়: শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, সকাল ১০টা - ১২টাপরীক্ষার ধরন: লিখিত (এমসিকিউ), মোট ২০০ নম্বর, সময় ২ ঘণ্টামোট পদ: ৩,০০০ (সহকারী সার্জন ২,৭০০ এবং সহকারী ডেন্টাল সার্জন ৩০০)প্রার্থীর সংখ্যা: ৪১,০২৫ (প্রতি আসনে প্রতিদ্বন্দ্বী প্রায় ১৪ জন)পরীক্ষার কেন্দ্র: শুধুমাত্র ঢাকা শহরের ২০টি কেন্দ্রেবিষয়ভিত্তিক নম্বর:মেডিকেল সায়েন্স – ১০০ নম্বরসাধারণ বিষয়াবলি – ১০০ নম্বর:বাংলা – ২০ইংরেজি – ২০বাংলাদেশ বিষয়াবলি – ২০আন্তর্জাতিক বিষয়াবলি – ২০মানসিক দক্ষতা – ১০গাণিতিক যুক্তি – ১০নির্দেশনা (পিএসসি):১. সকাল ৮টা-৯:৩০টার মধ্যে প্রবেশপত্র ও কালো বলপেনসহ হলে প্রবেশ বাধ্যতামূলক২. নিষিদ্ধ সামগ্রী বহন নিষেধ, ধরা পড়লে আইনানুগ ব্যবস্থা৩. প্রবেশপত্র দেখে সঠিক কেন্দ্রে আগেই পৌঁছানোর পরামর্শমৌখিক পরীক্ষা: এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের জন্য, মোট ১০০ নম্বরএই বিশেষ বিসিএস স্বাস্থ্যখাতে জরুরি চিকিৎসক নিয়োগ নিশ্চিত করতে আয়োজন করা হয়েছে।
Read full articleগোপালগঞ্জের সাম্প্রতিক সংঘর্ষ নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগ এনেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। তাদের দাবি, আওয়ামী লীগপন্থি একাধিক ফেসবুক অ্যাকাউন্ট সংঘবদ্ধভাবে পুরনো ও ভিন্ন ঘটনার ছবি ব্যবহার করে সংঘর্ষের ভুয়া বিবরণ ছড়িয়েছে। এসব পোস্টে গোপালগঞ্জের ১৬ জুলাইয়ের সহিংসতা নিয়ে মিথ্যা দাবি ও বিকৃত তথ্য উপস্থাপন করা হয়।বিশেষভাবে উল্লেখযোগ্য—২০২৪ ও ২০২২ সালের বিভিন্ন ঘটনার ছবি গোপালগঞ্জের সংঘর্ষের বলে প্রচার করা হয়েছে।একটি শিশুর এআই-সম্পাদিত ছবি সহিংসতায় জড়িত বলে দাবি করা হয়, যা গাজীপুরের পুরনো ভিডিও থেকে নেওয়া।ডিবি কর্মকর্তার পুরনো ছবি তুলে বলা হয় তিনি এনসিপি কর্মীদের দিকে গুলি ছুঁড়েছেন।প্রেস উইং বলছে, এসব ভুয়া প্রচারণার উদ্দেশ্য ছিল জনগণকে বিভ্রান্ত করা ও সত্য ঘটনা আড়াল করা। প্রকৃতপক্ষে সংঘর্ষ শুরু হয় এনসিপির কর্মসূচি শেষে তাদের গাড়িবহরে আওয়ামী লীগপন্থিদের আক্রমণের মাধ্যমে, যা পরে পুলিশ ও সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে রূপ নেয়। এতে অন্তত ৪ জন নিহত হয় এবং কারফিউ জারি করতে হয়।প্রেস উইং জোর দিয়ে বলেছে, মিথ্যা প্রচার চালিয়ে ঘটনাকে ভিন্ন খাতে নেওয়ার অপচেষ্টা করা হয়েছে।
ইসরাইলের অব্যাহত হামলায় গত ২৪ ঘণ্টায় গাজায় নিহত হয়েছেন আরও ৯৪ ফিলিস্তিনি এবং আহত হয়েছেন ২৫২ জন। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে চলা সংঘর্ষে এখন পর্যন্ত মোট নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৮,৫৭৩ জন এবং আহতের সংখ্যা ১,৩৯,৬০৭ জনে পৌঁছেছে।বিবৃতিতে বলা হয়েছে, অনেক মরদেহ এখনো ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছে। শুধু মানবিক সহায়তা নিতে গিয়ে ইসরাইলি হামলায় এখন পর্যন্ত ৮৫১ জন নিহত এবং ৫,৬৩৪ জন আহত হয়েছেন। যুদ্ধবিরতির পর ১৮ মার্চ থেকে নতুন করে ইসরাইলি অভিযান শুরু হলে আরও ৭,৭৫০ জন নিহত এবং ২৭,৫৬৬ জন আহত হন।
Read full article