সংবাদ তালিকা
বিভিন্ন বিষয়ের সংবাদ এক নজরে
বিভিন্ন বিষয়ের সংবাদ এক নজরে
গত বছরের ৫ আগস্টের আগে ভোলাগঞ্জ সাদা পাথর পর্যটনকেন্দ্র ছিল সাদা পাথরের অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পরিচিত। কিন্তু এরপর থেকে প্রায় বিরামহীনভাবে পাথর ও বালু লুট চলছে, অনুমানিক ১ কোটি ৫০ লাখ ঘনফুট পাথর চুরি হয়েছে, যার বাজারমূল্য ২০০ কোটি টাকার বেশি। বিজিবির চারটি ক্যাম্প থাকা সত্ত্বেও লুট অব্যাহত।প্রশাসন দাবি করছে তারা মোবাইল কোর্ট ও টাস্কফোর্সের মাধ্যমে অভিযান চালাচ্ছে, তবে স্থানীয়রা ও পরিবেশবিদরা মনে করেন প্রশাসনের শিথিলতা ও প্রভাবশালীদের অবৈধ কার্যক্রমই এর মূল কারণ। আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও পাথর তোলা বন্ধ হয়নি।সাদা পাথরের উৎপত্তি ও গুরুত্ব:ধলাই নদী ভারতের মেঘালয়ের পাহাড়ি ঝর্ণা থেকে নেমে আসে এবং তীব্র স্রোতে পাথর এনে জমায়।পাথর প্রাকৃতিকভাবে পানির স্রোত নিয়ন্ত্রণ করে, অক্সিজেন মিশিয়ে পানির গুণমান উন্নত করে এবং আশপাশের অঞ্চলে খাবার পানির চাহিদা মেটায়।পাথর অপসারণে স্রোতের তীব্রতা বৃদ্ধি, প্লাবন, নদীভাঙন ও পানিদূষণ হয়।বর্তমান পরিস্থিতি:স্থানীয় সাংবাদিকরা জানিয়েছেন প্রশাসনের স্থবিরতা ও ভয়ভীতিই লুটের কারণ।কিছু এলাকায় বিজিবি ক্যাম্পের কাছেই অল্প পাথর অবশিষ্ট আছে।সম্প্রতি প্রশাসনের অভিযান হলেও লুট পুরোপুরি থামেনি।এটি শুধু একটি পর্যটনকেন্দ্রের ধ্বংস নয়, বরং একটি গুরুত্বপূর্ণ প্রাকৃতিক জল ও পরিবেশ ব্যবস্থার মারাত্মক ক্ষতি।
Read full articleআন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম গত ১১ আগস্ট চানখারপুল গণহত্যা মামলায় সূচনা বক্তব্যে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এ এস এম মাকসুদ কামালের ১৪ জুলাইয়ের টেলিফোন কথোপকথনের অডিও রেকর্ডের লিখিত রূপ তুলে ধরেন। এতে শেখ হাসিনা আন্দোলনকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেন এবং ফাঁসির হুমকি দেন।মাকসুদ কামাল ফোনে বলেন,‘প্রত্যেক হল থেকে তো ছেলেমেয়েরা তালা ভেঙে বের হয়ে গেছে। এখন তারা রাজু ভাস্কর্যে, চার–পাঁচ হাজার ছেলেমেয়ে জমা হইছে। মল চত্বরে জমা হয়েছে এবং যেকোনো মুহূর্তে আমার বাসাও অ্যাটাক (আক্রমণ) করতে পারে।’শেখ হাসিনা জবাবে বলেন,‘তোমার বাসা প্রটেকশনের (সুরক্ষার) কথা বলে দিছি।’মাকসুদ কামাল বলেন,‘জি জি।’শেখ হাসিনা বলেন,‘আগে একবার করছে...।’মাকসুদ কামাল বলেন,‘ওই রকম একটা প্রস্তুতি...লাঠিসোঁটা নিয়ে বের হইছে।’শেখ হাসিনা বলেন,‘লাঠিসোঁটা নিয়ে বের হলে হবে না, আমি পুলিশ এবং বিডিআর হয়ে বিজিবি আর...বলছি খুব অ্যালার্ট (সতর্ক) থাকতে এবং তারা রাজাকার হইতে চাইছে তো, তাদের সবাই রাজাকার। কী আশ্চর্য কোন দেশে বসবাস করি।’মাকসুদ কামাল বলেন,‘জি জি…বলতেছে আমরা সবাই রাজাকার।’শেখ হাসিনা বলেন,‘তো রাজাকারের তো ফাঁসি দিছি, এবার তোদেরও তাই করব। একটাও ছাড়ব না, আমি বলে দিছি। এই এত দিন ধরে আমরা কিন্তু বলিনি, ধৈর্য ধরছি, তারা আবার বাড়ছে।’মাকসুদ কামাল বলেন,‘বেশি বেড়ে গেছে এবং অতিরিক্ত বেড়ে গেছে, অতিরিক্ত...। আপা একটু ক্যাম্পাসের নিরাপত্তাটা আরেকটু বাড়ানো...। আর আমার বাসার ওইখানেও...।’শেখ হাসিনা বলেন,‘ক্যাম্পাসের...ব্যবস্থা করছি, সমস্ত ক্যাম্পাসে…বিজিবি, র্যাব এবং পুলিশ—সব রকম ব্যবস্থা হইছে। তোমার বাসার ভেতরে লোক রাখতে বলছি। ভেতরে কিছু রাখা আছে...এত বাড়াবাড়ি ভালো না।’মাকসুদ কামাল বলেন,‘বিজয় একাত্তর হলে ছাত্রলীগের ছেলেদেরকে মেরেছে। আরও দু–একটা হলে একই কাজ করেছে। ছাত্রলীগের ছেলেপেলে সাদ্দাম (এখন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সভাপতি), ইনান (নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদক), শয়ন (নিষিদ্ধ ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটির সভাপতি) ওরা আমার বাসায় ছিল সন্ধ্যা থেকে। আমি খবর পাচ্ছিলাম, ওদেরকে আমি ডেকে নিয়ে আসছি, ওরাও আসছে। ওদের সাথে বসে ওদের হলে হলে যেন ছাত্রলীগকে সংঘবদ্ধ রাখে এবং ঢাকা উত্তর, দক্ষিণকে যেন খবর দেয়। এগুলা করতে করতেই হাজার হাজার ছেলেমেয়ে একত্র হয়ে গেছে।’শেখ হাসিনা বলেন,‘কোন দেশে বাস করি আমরা। এদেরকে বাড়তে বাড়তে তো...রাজাকারদের কী অবস্থা হয়েছে দেখিস নাই, সবগুলাকে ফাঁসি দিছি, এবার তোদেরও ছাড়ব না।’মাকসুদ কামাল বলেন,‘হ্যাঁ, এবার এই ঝামেলাটা যাক, এরপরে আমিও নিজে ধরে ধরে যারা এই অস্থিরতা সৃষ্টি করছে, মেইন যারা আছে, এদের বহিষ্কার করব ইউনিভার্সিটি থেকে।’শেখ হাসিনা বলেন,‘সব এইগুলাকে বাইর করে দিতে হবে...আমি বলে দিছি আজকে সহ্য করার পরে অ্যারেস্ট (গ্রেপ্তার) করবে, ধরে নেবে এবং যা অ্যাকশন নেওয়ার নেবে...কারণ ইংল্যান্ডে এ রকম ছাত্ররাজনীতির জন্য মাঠে নামল, কতগুলি মেরে ফেলায় দিল না?’মাকসুদ কামাল বলেন,‘জি জি জি।’শেখ হাসিনা বলেন,‘ওই অ্যাকশন না নেওয়া ছাড়া উপায় নাই। আমরা এত বেশি সহনশীলতা দেখাই আজ এত দূর পর্যন্ত আসছে।’মাকসুদ কামাল বলেন,‘এটা তো...আমরাও তো সহনশীলতা...আমি ছাত্রলীগকে বলছি যে তোমরা কোনো ধরনের ইয়ে করতে যাইও না। যেহেতু আদালতের বিষয়, আদালত নিষ্পত্তি করবে।’শেখ হাসিনা বলেন,‘না, এ আদালত হবে না, আবার ২৪ ঘণ্টার আলটিমেটাম দিছে।’মাকসুদ কামাল বলেন,‘আবার রাষ্ট্রপতিকে কেউ এই রকম বলে যে ২৪ ঘণ্টার রাষ্ট্রপতিকে কেউ আলটিমেটাম দেয় একটা দেশে।’শেখ হাসিনা বলেন,‘রাষ্ট্রপতিকে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিচ্ছে...বেয়াদবির একটা সীমা থাকে…!’মাকসুদ কামাল বলেন,‘আপা, আমি আপনাকে যদি অন্য কোনো খারাপের দিকে যায়, আমি আবার একটু জানাব। কিন্তু রাতের বেলা জানাব না, হয়তোবা আধা ঘণ্টা এক ঘণ্টার মধ্যে হলে জানাব।’শেখ হাসিনা বলেন,‘কোনো অসুবিধা নাই...আমি আমি সব সময়ই ফ্রি।’সার্বিকভাবে, এই কথোপকথনে শেখ হাসিনা আন্দোলনকারীদের কঠোর দমন এবং রাজাকারদের ফাঁসির কথা স্পষ্টভাবে জানিয়েছেন এবং ক্যাম্পাস ও বাসার নিরাপত্তা বাড়ানোর নির্দেশ দিয়েছেন।
Read full articleযুক্তরাষ্ট্র বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের ওপর নতুন করে ২০ শতাংশ পালটা শুল্ক আরোপ করেছে। আগে এই হার ছিল ৩৭ শতাংশ, যা পরে ৩৫ শতাংশে নামানো হয়। এখন তা চূড়ান্তভাবে ২০ শতাংশ করা হয়েছে।বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন জানিয়েছেন, এই শুল্ক সত্ত্বেও বাংলাদেশ প্রতিযোগিতামূলক অবস্থানে থাকবে, তবে তারা ২০ শতাংশের নিচে প্রত্যাশা করেছিলেন।এই শুল্ক আরোপের ফলে বর্তমানে গড়ে ১৫% + ২০% পালটা শুল্ক, অর্থাৎ মোট ৩৫% শুল্ক দিয়ে যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানি করতে হবে।শুল্ক আলোচনার জন্য বাংলাদেশের একটি প্রতিনিধিদল যুক্তরাষ্ট্র সফর করেছে। তিনদিনব্যাপী আলোচনায় নেতৃত্ব দিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন, সাথে ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, বাণিজ্যসচিব ও অন্যান্য কর্মকর্তারা।যুক্তরাষ্ট্র এই আদেশে আরও কয়েকটি দেশের ওপরও শুল্ক আরোপ করেছে, যেমন:ভারত: ২৫%পাকিস্তান, ইন্দোনেশিয়া, ফিলিপাইন: ১৯%শ্রীলংকা, ভিয়েতনাম: ২০%মিয়ানমার: ৪০%আফগানিস্তান: ১৫%ব্রাজিল: ১০%
Read full articleরাশিয়ার কামচাটকা অঞ্চলে স্থানীয় সময় মঙ্গলবার ৮.৭ মাত্রার এক শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (USGS) মতে, ভূমিকম্পটির কেন্দ্র ছিল পেট্রোপাভলভস্ক-কামচাটস্কির ১৩৬ কিলোমিটার (৮৪ মাইল) পূর্বে। এর ফলে একটি সুনামি সৃষ্টি হয়, যা জাপানের দিকে অগ্রসর হয়।বাংলাদেশ সময় বুধবার (৩০ জুলাই) সকালে আলজাজিরার বরাতে জানা যায়, সুনামির প্রথম ঢেউ উত্তর জাপানের হোক্কাইডো প্রিফেকচারের হানাসাকি বন্দরে আঘাত হানে। এনএইচকে ওয়ার্ল্ড জাপানের তথ্য অনুযায়ী, ঢেউয়ের উচ্চতা ছিল ৩০ সেন্টিমিটার (প্রায় ১ ফুট)। যদিও এই ঢেউ তুলনামূলকভাবে ছোট, তথাপি সাধারণ ঢেউয়ের তুলনায় এটি অনেক বেশি শক্তিশালী ছিল এবং অন্যান্য এলাকাতেও আঘাত হানতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।সতর্কতা হিসেবে জাপানের রাজধানী টোকিওসহ উপকূলীয় ও উপকূলসংলগ্ন বিভিন্ন অঞ্চল থেকে প্রায় ২০ লাখ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। জাপানের আবহাওয়া সংস্থা জানিয়েছে, কিছু এলাকায় ৩ মিটার (৯.৮ ফুট) পর্যন্ত উঁচু ঢেউ আঘাত হানতে পারে। এমনকি ৫০ সেন্টিমিটার উচ্চতার ঢেউও ২০০ কেজি (৪৪১ পাউন্ড) পর্যন্ত শক্তি বহন করে, যা একজন প্রাপ্তবয়স্ককে আঘাত করার জন্য যথেষ্ট।ভূমিকম্প এবং সুনামির কারণে জাপানের পরিবহণ ব্যবস্থায় বড় ধরনের বিশৃঙ্খলা দেখা দিয়েছে। সেন্দাই ইন্টারন্যাশনাল বিমানবন্দর সব ধরনের কার্যক্রম বন্ধ করেছে। হোক্কাইডো, ওমোরি ও টোকিও’র মধ্যে ফেরি চলাচল স্থগিত করা হয়েছে।রাশিয়ার পূর্বাঞ্চলীয় কামচাটকা উপদ্বীপে প্রায় ৪ মিটার উচ্চতার জলোচ্ছ্বাস দেখা গেছে। এখনও পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির পরিসংখ্যান জানা যায়নি, তবে আন্তর্জাতিক ভূতাত্ত্বিক সংস্থাগুলো বিষয়টি যাচাই করছে। আশঙ্কা করা হচ্ছে, আগামী কয়েক ঘণ্টায় বড় ধরনের আফটারশক হতে পারে।
Read full articleজাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, সংস্কার ছাড়া জাতীয় নির্বাচন সম্ভব নয়। তিনি ১৯৭২ সালের সংবিধানকে মুজিববাদী উল্লেখ করে বলেন, দেশের উন্নয়নে সংবিধান সংস্কার প্রয়োজন।শনিবার (২৬ জুলাই) মৌলভীবাজারে এক পথসভায় তিনি এসব কথা বলেন। তিনি অভিযোগ করেন, হবিগঞ্জের পুলিশ হত্যার দায় অন্যদের ঘাড়ে চাপানোর চেষ্টা চলছে।নাহিদ আরও জানান, চা শ্রমিকদের জীবনমান উন্নয়ন ও জাতিসত্তাগুলোর অধিকার নিশ্চিত করতে কাজ করবে এনসিপি।এর আগে সিলেটে শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। সভা শেষে নেতারা কিশোরগঞ্জের উদ্দেশে রওনা দেন।
Read full articleরাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হয়ে এখন পর্যন্ত ৩৩ জন নিহত ও দেড় শতাধিক আহত হয়েছে। এই মর্মান্তিক ঘটনার পর জনবসতিপূর্ণ এলাকায় বিমান প্রশিক্ষণ এবং বিমানবন্দর সংলগ্ন অনিরাপদ স্থাপনা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি) এক জরুরি অনুসন্ধান প্রতিবেদনে জানিয়েছে, মাইলস্টোন স্কুল কারিগরিভাবে বৈধ হলেও এটি রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অ্যাপ্রোচ এরিয়ায় (উড্ডয়ন ও অবতরণ এলাকা) অবস্থিত, যা নিরাপত্তার দিক থেকে ঝুঁকিপূর্ণ।প্রতিবেদনে বলা হয়েছে, অ্যাপ্রোচ এরিয়ায় ১৫০ ফুট উচ্চতার স্থাপনার অনুমতি থাকলেও সেগুলোর ব্যবহারবিধি বা জনসমাগম নিয়ন্ত্রণে সরকারের কোনো সুস্পষ্ট নীতিমালা নেই। ফলে কারিগরি বৈধতা থাকলেও বাস্তবে এগুলো জননিরাপত্তার জন্য হুমকিস্বরূপ।পরিকল্পনাবিদরা বলেন, আন্তর্জাতিক মান অনুযায়ী, বিমানবন্দর শহরের বাইরে হওয়া উচিত। সেই সাথে অ্যাপ্রোচ এরিয়া থেকে স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা ইত্যাদি জনসমাগমস্থল সরিয়ে নিতে হবে। ভবিষ্যতের দুর্ঘটনা রোধে অবৈধ বা অতিরিক্ত উচ্চতার স্থাপনা ভেঙে ফেলার পরামর্শ দেওয়া হয়েছে।
Read full articleআগামী ২৪ জুলাইয়ের এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে। নতুন তারিখ নিয়মিত পরীক্ষার পর জানানো হবে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার।এর আগে হঠাৎ করে মঙ্গলবারের পরীক্ষাও স্থগিত হয়, যার ফলে পরীক্ষার্থী ও অভিভাবকরা বিপাকে পড়েন।এদিকে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা ছয় দফা দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে। দাবি অনুযায়ী—নিহতদের নাম-ঠিকানা প্রকাশ,আহতদের নির্ভুল তালিকা,শিক্ষকদের সঙ্গে অসদাচরণের জন্য ক্ষমা,ক্ষতিপূরণ প্রদান,ঝুঁকিপূর্ণ প্লেন বাতিল,প্রশিক্ষণ পদ্ধতির সংস্কার।সরকার এই দাবিগুলো যৌক্তিক বলে স্বীকার করেছে এবং আইন উপদেষ্টা আসিফ নজরুল দাবি মেনে নেওয়ার আশ্বাস দিয়েছেন। কলেজ প্রাঙ্গণে একটি তথ্যকেন্দ্র স্থাপন করা হয়েছে এবং ক্ষতিপূরণ, পুনর্বাসন ও ট্রমা ম্যানেজমেন্ট সাপোর্ট দেওয়া হচ্ছে।শিক্ষার্থীদের ওপর সেনাসদস্যদের মারধরের অভিযোগে সরকার দুঃখ প্রকাশ করেছে এবং ব্যবস্থা নিতে সেনা কর্তৃপক্ষকে জানানো হবে।উড়োজাহাজ প্রশিক্ষণের ক্ষেত্রে জনবহুল এলাকা এড়িয়ে চলার নির্দেশ দেওয়া হবে বলেও জানানো হয়েছে। তবে শিক্ষার্থীদের আন্দোলন এখনও চলছে।
Read full article৪৮তম বিশেষ বিসিএস ২০২৫পরীক্ষার তারিখ ও সময়: শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, সকাল ১০টা - ১২টাপরীক্ষার ধরন: লিখিত (এমসিকিউ), মোট ২০০ নম্বর, সময় ২ ঘণ্টামোট পদ: ৩,০০০ (সহকারী সার্জন ২,৭০০ এবং সহকারী ডেন্টাল সার্জন ৩০০)প্রার্থীর সংখ্যা: ৪১,০২৫ (প্রতি আসনে প্রতিদ্বন্দ্বী প্রায় ১৪ জন)পরীক্ষার কেন্দ্র: শুধুমাত্র ঢাকা শহরের ২০টি কেন্দ্রেবিষয়ভিত্তিক নম্বর:মেডিকেল সায়েন্স – ১০০ নম্বরসাধারণ বিষয়াবলি – ১০০ নম্বর:বাংলা – ২০ইংরেজি – ২০বাংলাদেশ বিষয়াবলি – ২০আন্তর্জাতিক বিষয়াবলি – ২০মানসিক দক্ষতা – ১০গাণিতিক যুক্তি – ১০নির্দেশনা (পিএসসি):১. সকাল ৮টা-৯:৩০টার মধ্যে প্রবেশপত্র ও কালো বলপেনসহ হলে প্রবেশ বাধ্যতামূলক২. নিষিদ্ধ সামগ্রী বহন নিষেধ, ধরা পড়লে আইনানুগ ব্যবস্থা৩. প্রবেশপত্র দেখে সঠিক কেন্দ্রে আগেই পৌঁছানোর পরামর্শমৌখিক পরীক্ষা: এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের জন্য, মোট ১০০ নম্বরএই বিশেষ বিসিএস স্বাস্থ্যখাতে জরুরি চিকিৎসক নিয়োগ নিশ্চিত করতে আয়োজন করা হয়েছে।
Read full articleগোপালগঞ্জের সাম্প্রতিক সংঘর্ষ নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগ এনেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। তাদের দাবি, আওয়ামী লীগপন্থি একাধিক ফেসবুক অ্যাকাউন্ট সংঘবদ্ধভাবে পুরনো ও ভিন্ন ঘটনার ছবি ব্যবহার করে সংঘর্ষের ভুয়া বিবরণ ছড়িয়েছে। এসব পোস্টে গোপালগঞ্জের ১৬ জুলাইয়ের সহিংসতা নিয়ে মিথ্যা দাবি ও বিকৃত তথ্য উপস্থাপন করা হয়।বিশেষভাবে উল্লেখযোগ্য—২০২৪ ও ২০২২ সালের বিভিন্ন ঘটনার ছবি গোপালগঞ্জের সংঘর্ষের বলে প্রচার করা হয়েছে।একটি শিশুর এআই-সম্পাদিত ছবি সহিংসতায় জড়িত বলে দাবি করা হয়, যা গাজীপুরের পুরনো ভিডিও থেকে নেওয়া।ডিবি কর্মকর্তার পুরনো ছবি তুলে বলা হয় তিনি এনসিপি কর্মীদের দিকে গুলি ছুঁড়েছেন।প্রেস উইং বলছে, এসব ভুয়া প্রচারণার উদ্দেশ্য ছিল জনগণকে বিভ্রান্ত করা ও সত্য ঘটনা আড়াল করা। প্রকৃতপক্ষে সংঘর্ষ শুরু হয় এনসিপির কর্মসূচি শেষে তাদের গাড়িবহরে আওয়ামী লীগপন্থিদের আক্রমণের মাধ্যমে, যা পরে পুলিশ ও সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে রূপ নেয়। এতে অন্তত ৪ জন নিহত হয় এবং কারফিউ জারি করতে হয়।প্রেস উইং জোর দিয়ে বলেছে, মিথ্যা প্রচার চালিয়ে ঘটনাকে ভিন্ন খাতে নেওয়ার অপচেষ্টা করা হয়েছে।
Read full articleইসরাইলের অব্যাহত হামলায় গত ২৪ ঘণ্টায় গাজায় নিহত হয়েছেন আরও ৯৪ ফিলিস্তিনি এবং আহত হয়েছেন ২৫২ জন। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে চলা সংঘর্ষে এখন পর্যন্ত মোট নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৮,৫৭৩ জন এবং আহতের সংখ্যা ১,৩৯,৬০৭ জনে পৌঁছেছে।বিবৃতিতে বলা হয়েছে, অনেক মরদেহ এখনো ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছে। শুধু মানবিক সহায়তা নিতে গিয়ে ইসরাইলি হামলায় এখন পর্যন্ত ৮৫১ জন নিহত এবং ৫,৬৩৪ জন আহত হয়েছেন। যুদ্ধবিরতির পর ১৮ মার্চ থেকে নতুন করে ইসরাইলি অভিযান শুরু হলে আরও ৭,৭৫০ জন নিহত এবং ২৭,৫৬৬ জন আহত হন।
Read full articleজাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম বরিশালের এক পথসভায় বলেছেন, গণঅভ্যুত্থানের পরও নির্বাচন কমিশন (ইসি) নিরপেক্ষভাবে কাজ করছে না। তিনি অভিযোগ করেন, খুনি ফ্যাসিস্ট বাহিনীর প্রতীক এখনও ইসির তালিকায় রাখা হয়েছে, যা ইসির অস্বচ্ছ উদ্দেশ্যের ইঙ্গিত দেয়।নাহিদ ইসলাম বলেন, এনসিপি জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ঘোষণা করেছে এবং একটি চাঁদাবাজি-দুর্নীতিমুক্ত, সহিংসতামুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করছে। তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে রক্তপাত ও অন্তর্কোন্দল চলছে এবং এনসিপি আর কোনো সহিংসতা সহ্য করবে না।তিনি ঘোষণা দেন, আগামী ৩ আগস্ট ঢাকার শহীদ মিনারে "জুলাই ঘোষণাপত্র" ও "মুক্তির ইশতেহার" নিয়ে দেশজুড়ে গণজাগরণ ঘটানো হবে। এবারের লক্ষ্য সংসদ ভবন, যেখানে জনগণের শক্তি দিয়ে বিজয় অর্জনের আশা প্রকাশ করেন তিনি।পথসভায় বরিশালসহ আশেপাশের জেলা থেকে হাজারো কর্মী-সমর্থক যোগ দেন। কেন্দ্রীয় নেতারা মিছিল করে সভাস্থলে পৌঁছান এবং সাধারণ মানুষের উদ্দেশে শুভেচ্ছা জানান।অন্যান্য নেতাদের মধ্যে ছিলেন সামান্তা শারমিন, আরিফুল ইসলাম আদীব, তাজনুভা জাবিন, ডা. তাসনিম জারা, নাহিদা নিভা, হাসানাত আব্দুল্লাহ, সারজিস আলম, সাকিব মাহাদী, সাদিয়া ফারজানা দিনা, ডা. মাহমুদা মিতু, সানাউল্লাহ, হাসিব আর রহমান ও আল আমিন টুটুল।
Read full article১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে ছাত্রদলের আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ ঘোষণা দেন—বিএনপি ‘জুলাইয়ের ছাত্র-জনতার গণঅভ্যুত্থান’কে রাষ্ট্রীয় স্বীকৃতি দেবে। তিনি জানান, এটি সংবিধানের চতুর্থ তফসিলে উল্লেখ থাকবে এবং অন্তর্বর্তী সরকার ১০৬ অনুচ্ছেদ অনুযায়ী স্বীকৃতি পাবে। এছাড়া আগামী ৫ আগস্টের মধ্যে ‘জুলাই ঘোষণাপত্র’ প্রকাশের দাবি জানান।তিনি সরকার গঠনের পেছনের প্রক্রিয়া ধীরগতির বলে সমালোচনা করেন এবং শেখ মুজিব ও শেখ হাসিনার বিরুদ্ধে ফ্যাসিবাদী শাসনের অভিযোগ তোলেন। সালাহউদ্দিন বলেন, আওয়ামী লীগকে আর রাজনৈতিক দল হিসেবে গণ্য করা উচিত নয়।আলোচনায় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব অভিযোগ করেন—বিশ্ববিদ্যালয় প্রশাসন ছাত্রলীগের অপরাধে নীরব। তিনি বলেন, মিটফোর্ডের ঘটনায় ছাত্রদলের শীর্ষ নেতার বিরুদ্ধে কুৎসা রটানো হয়েছে, যা হলে ছাত্রদল উপযুক্ত জবাব দেবে।অনুষ্ঠানে বিভিন্ন ছাত্রসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এবং ১৭ বছরের আন্দোলনের ধারাবাহিকতায় বর্তমান অভ্যুত্থানকে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার প্রচেষ্টা হিসেবে বর্ণনা করা হয়।
Read full articleজাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ৮ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে। তারা ২২ জুন জারিকৃত বদলির আদেশ প্রকাশ্যে ছিঁড়ে ফেলার মাধ্যমে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করায় এ ব্যবস্থা নেওয়া হয়েছে। বরখাস্তকৃত কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্ত পূর্বক বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে। সরকারি চাকরি আইন অনুযায়ী তারা সাময়িক বরখাস্ত অবস্থায় খোরপোশ ভাতা পাবেন। এর আগে ২৪ জুন এনবিআর ভবনে বদলি আদেশ দুটি ‘প্রতিহিংসা ও নিপীড়নমূলক’ দাবি করে কর্মীরা প্রতিবাদ করেছিল।
Read full articleপটুয়াখালীর কুয়াকাটার কাছে বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে একটি ট্রলার 'এফবি আল্লাহর দান' একদিনে ৬১ মণ ইলিশ ধরে এনেছে, যার নিলামে বিক্রি হয়েছে প্রায় ৩৩ লাখ ৪৮ হাজার টাকা। সোমবার (১৪ জুলাই) ট্রলারটি আলীপুর মৎস্য বন্দরে পৌঁছায়।বিভিন্ন ওজনভিত্তিক ইলিশের দাম ছিল —৯০০–১০০০ গ্রাম: ৭৩,০০০ টাকা/মণ৬০০–৮০০ গ্রাম: ৫৮,০০০ টাকা/মণ৪০০–৫০০ গ্রাম: ৪৪,০০০ টাকা/মণট্রলারের মাঝি ও মাছ ব্যবসায়ীরা জানান, নিষেধাজ্ঞা ও বৈরী আবহাওয়ার কারণে আগে মাছ কম পাওয়া গেলেও এখন জালে উঠছে বড় আকারের ইলিশ।উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, তাপমাত্রা কমে যাওয়ায় গভীর সাগরে এখন বেশি ও বড় ইলিশ ধরা পড়ছে। আবহাওয়া অনুকূলে থাকলে মাছের পরিমাণ আরও বাড়বে বলে তিনি আশা প্রকাশ করেন।
Read full article২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় গত ১৫ বছরের মধ্যে সবচেয়ে কম পাশের হার (৬৮.৪৫%) রেকর্ড হয়েছে। মূলত গণিত ও ইংরেজিতে বেশি সংখ্যক শিক্ষার্থী ফেল করায় ফল বিপর্যয় ঘটে। গণিতে ফেল করেছে ২৩% এবং ইংরেজিতে ১৩% শিক্ষার্থী। মানবিক বিভাগে ফেল করেছে প্রায় ৪৬% ও ব্যবসায় শিক্ষায় ৩৪% শিক্ষার্থী। জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৩৯ হাজার ৩২ জন, যা গত বছরের তুলনায় ৪৩ হাজার কম। ছাত্রদের তুলনায় ছাত্রীদের পাশের হার ও জিপিএ-৫ উভয়ই বেশি। বরিশাল বোর্ডে সবচেয়ে কম পাশ (৫৬.৩৮%) এবং রাজশাহীতে সবচেয়ে বেশি (৭৭.৬৩%)। ফলাফলের বিপর্যয়ের কারণ হিসেবে পরীক্ষার হলে ও খাতা মূল্যায়নে কড়াকড়িকে চিহ্নিত করা হয়েছে। শিক্ষা বোর্ডগুলোকে অপ্রাসঙ্গিক উত্তরেও নম্বর না দিতে বলা হয়, যার ফলে ফলাফলে শিক্ষার্থীদের প্রকৃত মেধার প্রতিফলন ঘটেছে। মোট ১৩৪টি প্রতিষ্ঠান থেকে কেউ পাশ করেনি, আর শতভাগ পাশ করেছে ৯৮৪টি প্রতিষ্ঠান। ফল পুনঃনিরীক্ষার আবেদন ১২ থেকে ১৭ জুলাই পর্যন্ত চলবে।
Read full articleChatGPT said: নির্বাচনী প্রতীক হিসেবে ‘শাপলা’কে বাদ দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নাগরিক ঐক্য ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শাপলাকে দলীয় প্রতীক হিসেবে দাবি করলেও, এটি জাতীয় প্রতীক হওয়ায় বিতর্কের পর ইসি এ সিদ্ধান্ত নেয়। নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ জানিয়েছেন, নতুন প্রতীক তালিকায় শাপলা রাখা হবে না। বর্তমানে ৬৯টি প্রতীক রয়েছে, যা আগামী নির্বাচনে ১০০–এর বেশি করার পরিকল্পনা করছে ইসি। সংশোধিত প্রতীক তালিকা ভেটিংয়ের জন্য শিগগিরই আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে।
Read full articleচলতি বছর ডেঙ্গুর প্রাদুর্ভাব বেড়ে চলেছে এবং রোগীর মধ্যে জটিল উপসর্গও বৃদ্ধি পাচ্ছে। মঙ্গলবার সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১ জনের মৃত্যু হয়েছে এবং নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪০৬ জন। এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৫২ জনের এবং ১৩,৫৯৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. আবু জাফর জানিয়েছেন, ডেঙ্গুর ধরন বদলে যাওয়ায় অনেক রোগীর অবস্থা দ্রুত জটিল হয়ে পড়ছে, ফলে নিবিড় পরিচর্যার প্রয়োজন বাড়ছে। পোর্টেবল আলট্রাসনোগ্রাম ও হেমাটোক্রিট মেশিনের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) বাংলাদেশকে সহায়তা হিসেবে ডেঙ্গু ব্যবস্থাপনায় ৮টি পোর্টেবল আলট্রাসনোগ্রাম ও ২১টি হেমাটোক্রিট মেশিনসহ ১,৬০০টি চিকিৎসা সরঞ্জাম হস্তান্তর করেছে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বৃষ্টির পানি জমে থাকা ও উচ্চ তাপমাত্রাকে মশার বিস্তারের জন্য দায়ী করে ব্যক্তিপর্যায়ে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন। উল্লেখযোগ্য পরিসংখ্যান: ২৪ ঘণ্টায় নতুন ভর্তি: ৪০৬ জন মোট আক্রান্ত (২০২৫): ১৩,৫৯৪ জন মোট মৃত্যু (২০২৫): ৫২ জন গত বছর (২০২৪): আক্রান্ত ১,০১,২১৪ জন, মৃত্যু ৫৭৫ জন ২০২৩ সালে মৃত্যু: ১,৭০৫ জন
Read full articleরাজধানী ঢাকায় গত ২৪ ঘণ্টায় ৪৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে, যা 'ভারি বৃষ্টি' হিসেবে চিহ্নিত। আজও ঢাকাসহ আশপাশের এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন থেকে হালকা বৃষ্টি হতে পারে। দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিমি বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোতে ৪৫-৬০ কিমি বেগে দমকা হাওয়াসহ বৃষ্টি হতে পারে, এজন্য ১ নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে। মৌসুমি বায়ু সক্রিয় থাকায় দেশের অধিকাংশ এলাকায় আজও বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
Read full article২০২৫ সালের ৭ জুলাই লেখা এক চিঠিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে জানিয়েছেন, ১ আগস্ট থেকে বাংলাদেশের সব পণ্যের ওপর ৩৫% শুল্ক আরোপ করা হবে। তিনি বলেছেন, বাংলাদেশের শুল্ক ও অশুল্ক নীতির কারণে দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি তৈরি হয়েছে, যা এখন ঠিক করার সময় এসেছে। ট্রাম্প বাংলাদেশের বাজার উন্মুক্ত করার আহ্বান জানিয়ে বলেন, যুক্তরাষ্ট্রে উৎপাদন করলে কোনো শুল্ক দিতে হবে না। যদি বাংলাদেশ পাল্টা শুল্ক আরোপ করে, তবে তার ওপরও অতিরিক্ত শুল্ক আরোপ করা হবে। তবে তিনি জানান, বাংলাদেশ যদি নীতিগত সংস্কার করে, তাহলে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার সুযোগ রয়েছে।
Read full articleবাংলাদেশের নারী ফুটবল দল মিয়ানমারে অনুষ্ঠিত এশিয়ান কাপ বাছাইপর্বে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে প্রথমবারের মতো মূলপর্বে জায়গা করে নিয়েছে। বাহরাইন ও তুর্কমেনিস্তানকে ৭-০ ব্যবধানে এবং স্বাগতিক মিয়ানমারকে ২-১ গোলে হারিয়ে তারা এই ইতিহাস গড়ে। দেশে ফিরেই দলটি জমকালো সংবর্ধনা পেলেও বাফুফে এখনও আগের দেড় কোটি টাকার বোনাস পরিশোধ করেনি। হাতিরঝিলে অভিনব সংবর্ধনা দিলেও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি তারা। meanwhile, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া দলকে ৫০ লাখ টাকার পুরস্কার ঘোষণা করেছেন।
Read full article