গাজায় ইসরায়েলি হামলায় আরও ৯৪ ফিলিস্তিনি নিহত
গাজা পরিস্থিতির সারসংক্ষেপ (১৫-১৬ জুলাই, ২০২৫):ইসরায়েলি বাহিনীর হামলায় গাজায় একদিনে নিহত: ৯৪ জন, আহত: ২৫২ জনের বেশিঅক্টোবর ২০২৩ থেকে এ পর্যন্ত মোট নিহত: প্রায় ৫৮,৬০০ জন,মোট আহত: ১,৩৯,৬০৭ জনধ্বংসস্তূপ ও রাস্তায় পড়ে থাকা মরদেহ এখনও উদ্ধার সম্ভব হয়নিমানবিক সহায়তা নিতে গিয়ে ২৪ ঘণ্টায় নিহত: ৭ জন, আহত: ৩০ জনের বেশি২৭ মে থেকে এ পর্যন্ত সহায়তা নিতে গিয়ে নিহত: ৮৫১ জন, আহত: ৫,৬৩৪ জন১৮ মার্চ থেকে শুরু হওয়া নতুন অভিযানে নিহত: ৭,৭৫০ জন, আহত: ২৭,৫৬৬ জনজানুয়ারিতে অস্ত্রবিরতির পরও হামলা অব্যাহতআইসিসি যুদ্ধাপরাধের দায়ে নেতানিয়াহু ও গালান্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেআইসিজে-তে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার মামলা চলমানউৎস: আনাদোলু এজেন্সি, ফিলিস্তিন স্বাস্থ্য মন্ত্রণালয়