গোপালগঞ্জের প্রতিটা ঘরে ঘরে জুলাই গণ-অভ্যুত্থানের পতাকা উড়বে: নাহিদ ইসলাম
এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তার ভেরিফায়েড ফেসবুক পেজে ঘোষণা দিয়েছেন যে, গোপালগঞ্জের প্রতিটি ঘরে জুলাই গণ–অভ্যুত্থানের পতাকা উড়বে। তিনি বলেন, গোপালগঞ্জসহ সারা দেশের প্রতি এনসিপির রাজনৈতিক অঙ্গীকার সমান।মূল বক্তব্যগুলো:এনসিপি শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছিল, কিন্তু আওয়ামী লীগের সশস্ত্র ক্যাডাররা পরিকল্পিতভাবে হামলা চালায়।তিনি মুজিববাদকে সন্ত্রাসবাদ ও ফ্যাসিবাদ হিসেবে আখ্যা দিয়ে বলেন, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকে কলুষিত করেছে এবং সংখ্যালঘুদের প্রতি বৈষম্য করেছে।প্রশাসন ও নিরাপত্তা বাহিনী ব্যর্থ হয়েছে সহিংসতা ঠেকাতে, এমনকি হামলার পরেও তারা সঠিক ব্যবস্থা নেয়নি।গোপালগঞ্জের ঘটনায় ৪ জন নিহত হয়েছেন, নাহিদ ইসলাম বিচারবহির্ভূত হত্যার বিরোধিতা করে ন্যায়বিচার দাবি করেন।তিনি অভিযোগ করেন, ছাত্রলীগ ও আওয়ামী লীগের দোষীদের গ্রেপ্তার করা হলেও তারা জামিন পাচ্ছে বা পালিয়ে যাচ্ছে, কারণ প্রশাসনে এখনো ফ্যাসিবাদী ও দুর্নীতিপরায়ণ কর্মকর্তা রয়েছে।নাহিদ ইসলাম জানান, তারা আবারও গোপালগঞ্জে যাবেন এবং প্রতিটি গ্রামে–উপজেলায় কর্মসূচি চালাবেন। "মুজিববাদীদের গোপালগঞ্জে দাঁড়াতে দেওয়া হবে না"—এ ঘোষণা দেন তিনি।তিনি শহীদ বাবু মোল্লা ও শহীদ রথীন বিশ্বাসের স্মৃতি উল্লেখ করে বলেন, গোপালগঞ্জ মুজিববাদীদের হবে না, এটা বাংলাদেশপন্থীদের হবে।শেষে তিনি সবাইকে ফরিদপুরের পদযাত্রায় যোগ দেওয়ার আহ্বান জানান।