সংবাদ তালিকা
বিভিন্ন বিষয়ের সংবাদ এক নজরে
বিভিন্ন বিষয়ের সংবাদ এক নজরে
দীর্ঘ ১৭ বছর পর কারামুক্ত হয়ে আবারও নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পেয়ে মহান আল্লাহ, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং নেত্রকোণাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বিএনপি নেতা ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর।বিএনপির মনোনয়ন পাওয়ার পর প্রথমবার নিজ এলাকায় ফিরে সংবর্ধনা অনুষ্ঠানে তিনি বলেন, নেত্রকোণা-৪ (মদন, মোহনগঞ্জ, খালিয়াজুরি) এলাকার মানুষের ঋণ তিনি কখনো ভুলবেন না এবং জীবনের সর্বোচ্চ দিয়ে সেবা করে যেতে চান।ভবিষ্যতে মন্ত্রী হওয়া প্রসঙ্গে তিনি জানান—সবকিছু নির্ধারণ করবেন আল্লাহ, খালেদা জিয়া ও তারেক রহমান। জুলাই সনদ নিয়ে দলের বক্তব্যই তাঁর বক্তব্য বলেও মন্তব্য করেন তিনি।দীর্ঘ বিরতির পর নেত্রকোণা-৪ আসনে ধানের শীষের প্রার্থী হিসেবে তাকে মনোনীত করেছে বিএনপি।
Read full articleজাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজকে উপদেষ্টা পদমর্যাদায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে জানানো হয়, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুস তাকে এ পদে নিয়োগ দিয়েছেন। এ পদে থেকে তিনি উপদেষ্টার সমান মর্যাদা ও সব সুযোগ-সুবিধা ভোগ করবেন।উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থানের পর গঠিত সংবিধান সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালনের পর আলী রীয়াজকে জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি করা হয়েছিল।
Read full articleপ্রধান উপদেষ্টা ঘোষণা করেছেন যে আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনেই গণভোট অনুষ্ঠিত হবে। গণভোটের উদ্দেশ্য হলো সংবিধান সংস্কার বাস্তবায়ন করা। এর জন্য প্রয়োজনীয় আইন প্রণয়ন করা হবে।গণভোটে ভোটাররা একটি একক প্রশ্নে ‘হ্যাঁ’ বা ‘না’ ভোট দেবেন, যা জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) ২০২৫ এবং সংবিধান সংশোধন সম্পর্কিত প্রধান প্রস্তাবগুলোর প্রতি সম্মতি জিজ্ঞাসা করবে। প্রধান প্রস্তাবগুলো হলো:নির্বাচনকালীন সময়ে তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন ও অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদ অনুযায়ী গঠন করা হবে।সংসদ দুই কক্ষ বিশিষ্ট হবে; উচ্চকক্ষে নির্বাচিত সদস্য সংখ্যা ১০০ এবং সংবিধান সংশোধনের জন্য উচ্চকক্ষের অনুমোদন প্রয়োজন।সংসদে নারীর প্রতিনিধি বৃদ্ধি, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার ও কমিটির সভাপতি নির্বাচন, প্রধানমন্ত্রীর মেয়াদ সীমিতকরণ, রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি, মৌলিক অধিকার সম্প্রসারণ, বিচার বিভাগের স্বাধীনতা ও স্থানীয় সরকারসহ ৩০টি প্রস্তাব বাস্তবায়নের বাধ্যবাধকতা থাকবে।অন্যান্য সংবিধান সংস্কার রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতির ভিত্তিতে বাস্তবায়ন হবে।যদি গণভোটে সংখ্যাগরিষ্ঠ ভোট ‘হ্যাঁ’ হয়, তাহলে নির্বাচিত সংসদ সদস্যদের নিয়ে সংবিধান সংস্কার পরিষদ গঠন করা হবে। পরিষদ তার প্রথম অধিবেশন শুরুর ১৮০ কার্যদিবসের মধ্যে সংবিধান সংস্কার সম্পন্ন করবে। পরে ৩০ কার্যদিবসের মধ্যে উচ্চকক্ষ গঠন করা হবে, যা নিম্নকক্ষের মেয়াদ শেষ হওয়া পর্যন্ত কার্যকর থাকবে।
আগামী ১৩ নভেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার রায়ের তারিখ ঘোষণা নিয়ে কোনো সংশয় নেই বলে জানিয়েছেন প্রসিকিউটর এম এইচ তামিম। তিনি জানান, ওইদিন রায় ঘোষণা করা হবে না, বরং রায় ঘোষণার তারিখ নির্ধারণ করা হবে।এই মামলাটি জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধ সংক্রান্ত, যেখানে শেখ হাসিনাসহ কয়েকজন আসামি রয়েছেন।এদিকে, জুলাই-আগস্ট আন্দোলনে রাজধানীর চানখাঁরপুলে ৬ জনকে হত্যা মামলায় আজ ১৪তম দিনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। আসামিদের মধ্যে রয়েছেন ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ ৮ জন। পরবর্তী সাক্ষ্যগ্রহণ হবে ১২ নভেম্বর।আজ বিশেষ তদন্ত কর্মকর্তা তানভীর হাসান জোহাসহ ৩ জন সাক্ষ্য দিয়েছেন। এখন পর্যন্ত মোট ২২ জন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন। ট্রাইব্যুনাল-১-এর বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চে এ বিচার চলছে।
Read full articleজাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জাতীয় নির্বাচনে অংশ নিতে মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেলে দলটির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সংবাদ সম্মেলনে এই কার্যক্রমের উদ্বোধন হয়।ফরমের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ হাজার টাকা, তবে মুক্তিযোদ্ধা ও নিম্নআয়ের প্রার্থীদের জন্য ২ হাজার টাকা। বিক্রি চলবে ১৩ নভেম্বর পর্যন্ত, আর প্রাথমিক বাছাই তালিকা প্রকাশ হবে ১৫ নভেম্বর।এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী জানান, বিচার ও সংস্কার বাস্তবায়নের লক্ষ্যে নয়টি রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা চলছে, তবে এটি নির্বাচনী নয়, রাজনৈতিক জোট।দলটির সেক্রেটারি ডা. তাসনিম জারা জানান, প্রার্থীরা ফরম সংগ্রহ ও জমা দিতে পারবেন কেন্দ্রীয় কার্যালয়, অনলাইন, অথবা সংগঠকদের মাধ্যমে।
Read full articleযেসব আসনে প্রার্থী ঘোষণা করা হয়১. ব্রাহ্মণবাড়ি-৬: জোনায়েদ সাকি২. পাবনা-৪ ও ঢাকা-১০: আবুল হাসান রুবেল৩. ঢাকা-১২: তাসলিমা আখতার৪. চট্টগ্রাম-৯: হাসান মারুফ রুমী৫. বরিশাল-৫: দেওয়ান আব্দুর রশীদ নীলু৬. নারায়ণগঞ্জ-৫: তরিকুল সুজন৭. ঢাকা-৭: মনির উদ্দীন পাপ্পু৮. ঢাকা-৩: বাচ্চু ভূঁইয়া৯. পাবনা-২: জুলহাসনাইন বাবু১০. রাজশাহী-২: অ্যাডভোকেট মুরাদ মোর্শেদ১১. লালমনিরহাট-২ ও ৩: দীপক কুমার রায়১২. টাঙ্গাইল-৬: আলিফ দেওয়ান১৩. নাটোর-১: সেন্টু আলী১৪. ময়মনসিংহ-১০: একেএম শামসুল আলম১৫. রংপুর-২: মোফাখখারুল ইসলাম মুন১৬. রংপুর-৩: তৌহিদুর রহমান১৭. মৌলভীবাজার-৪: সৈয়দ সাইফুল ইসলাম১৮. ময়মনসিংহ-৪: মোস্তাফিজুর রহমান রাজীব১৯. নওগাঁ-৫: তোসাদ্দেক হোসাইন (সৈকত আরিফ)২০. চট্টগ্রাম-৪: জাহিদুল আলম আল-জাহিদ২১. চট্টগ্রাম-৬: নাসির উদ্দীন তালুকদার২২. ঠাকুরগাঁও-২: আশরাফুল ইসলাম২৩. ঢাকা-১: মিজানুর রহমান২৪. খুলনা-২: মুনীর চৌধুরী সোহেল২৫. রাজশাহী-৩: জুয়েল রানা২৬. চাঁপাইনবাবগঞ্জ-৩: নুরুদ্দীন২৭. খুলনা-১: অ্যাডভোকেট আজমল হোসেন২৮. ব্রাহ্মণবাড়িয়া-৫: নাহিদা শাহান২৯. পিরোজপুর-৩: অ্যাডভোকেট রিয়াজুল ইসলাম৩০. ঢাকা-১৯: তানভীর আহমেদ৩১. পঞ্চগড়-১: সাজেদুর রহমান সাজু৩২. চট্টগ্রাম-৩: তাহসিন মাহমুদ৩৩. ঢাকা-১৩: মনিরুল হুদা বাবন৩৪. ঢাকা-২: আব্দুল জলিল৩৫. চট্টগ্রাম-১১: সৈয়দ সালাহউদ্দীন শিমুল৩৬. খুলনা-১: আল-আমিন শেখ৩৭. লক্ষ্মীপুর-২: হাসান আল-মেহেদী৩৮. কক্সবাজার-১: আরমানুল হক৩৯. নারায়ণগঞ্জ-১: নাজমা বেগম৪০. নারায়ণগঞ্জ-৪: জাহিদ সুজন৪১. টাঙ্গাইল-৫: ফাতেমা রহমান বিথি৪২. রাজশাহী-২: জিন্নাত আরা সুমু৪৩. বরিশাল-১: সাকিবুল ইসলাম৪৪. নীলফামারী-১: মহব্বত হোসেন মিলন৪৫. ঢাকা-৮: রুবেল মিয়া (হিমু ভাই)৪৬. নারায়ণগঞ্জ-৩: অঞ্জন দাস৪৭. ঢাকা-৫: ময়েজ উদ্দীন৪৮: কুষ্টিয়া-৩: এসএম ওয়াশিফ ফায়সাল৪৯. নওগাঁ-৪: মোফাখখারুল ইসলাম মানিক৫০. গাজীপুর-৬: আবু সাকের মোহাম্মদ জাকারিয়া৫১. বগুড়া-৪: আব্দুর রশীদ৫২. জয়পুরহাট-২: আরিফুল ইসলাম৫৩. দিনাজপুর-৫: সুলতান মাহমুদ শিশির৫৪. গাইবান্ধা-১: গোলাম মোস্তফা৫৫. নাটোর-৪: তাহমিদা ইসলাম তানিয়া৫৬. দিনাজপুর-৪: দ্বিজেন্দ্রনাথ রায়৫৭. কুড়িগ্রাম-১: সাইফুর রহমান দুলাল৫৮. কুড়িগ্রাম-২: রুস্তম আলী৫৯. শরীয়তপুর-৩: বেলায়েত শিকদার৬০. পাবনা-৫: আজহারুল ইসলাম৬১. গাজীপুর-২: আমজাদ হোসেন৬২. গাজীপুর-৩: অ্যাডভোকেট খালিদ সাইফুল্লাহ৬৩. ঢাকা-১৪: এফএম নুরুল ইসলাম৬৪. নীলফামারী-৩: প্রদীপ রায়৬৫. মুন্সিগঞ্জ-৩: ইলিয়াস জামান৬৬. ঢাকা-১৫: মাহবুব রতন৬৭. কুমিল্লা-৬: ইমরাদ জুলকারনাইন ইমন৬৮. মুন্সিগঞ্জ-২: বিপ্লব খান৬৯. ব্রাহ্মণবাড়িয়া-৩: আবু রায়হান খান৭০. ঢাকা-১৬: সাইফুল্লাহ সিদ্দিক রুমন৭১. পটুয়াখালী-২: আমজাদ হোসেন৭২. মৌলভীবাজার-৩: জুনেদ আহমেদ৭৩. সাতক্ষীরা-৪: আলতাফ হোসেন৭৪. ঝিনাইদহ-১: নজরুল ইসলাম৭৫. ফেনী-২: কায়কোবাদ সাগর৭৬. কুমিল্লা-৯: জহির রায়হান সাগর৭৭. বান্দরবান-১: অ্যাডভোকেট রিপন চক্রবর্তী৭৮. ঢাকা-৮: সেলিমুজ্জামান৭৯. ফেনী-২: রিপন৮০. চট্টগ্রাম-১০: অপূর্ব নাথ৮১. জামালপুর-৬: কেরামত আলী৮২. ঢাকা-৬: আবু বক্কর রিপন৮৩. মানিকগঞ্জ-৩: অধ্যাপক আব্দুল কাদের৮৪. ময়মনসিংহ-১১: খালেদ হোসাইন৮৫. গাজীপুর-৪: জাহাঙ্গীর আলম পালোয়ান৮৬. মাদারীপুর-২: রফিকুল ইসলাম রাসেল৮৭. ঝালকাঠি-২: আবদুল কাদের খান৮৮. রংপুর-৪: আব্দুল কাদের৮৯. ময়মনসিংহ-৫: নজরুল ইসলাম সরকার৯০. কিশোরগঞ্জ-৫: আল-আমীন রহমান৯১. গাজীপুর-৫: লোকমান হোসেন
বিএনপির মনোনয়ন বঞ্চিত নেতা সাজ্জাদ হোসেন লাভলু সিদ্দিকীর সমর্থকরা ঢাকা–ভাঙ্গা এক্সপ্রেসওয়ের পাঁচ্চর গোলচত্বরে সোমবার রাত ৮টার দিকে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেন। তাঁদের দাবি ছিল ঘোষণা করা প্রার্থী কামাল জামানকে বাদ দিয়ে লাভলু সিদ্দিকীকে মনোনয়ন দেওয়া। প্রায় দুই ঘণ্টা অবরোধের কারণে উভয় পাশে তীব্র যানজট তৈরি হয় এবং বহু গাড়ি আটকা পড়ে।হাইওয়ে পুলিশ ও থানা পুলিশ বিক্ষোভকারীদের বোঝানোর চেষ্টা করে ব্যর্থ হলে পরে সেনাবাহিনী ও পুলিশের হস্তক্ষেপে রাত ৯টা ৫০ মিনিটে অবরোধ তুলে নেওয়া হয় এবং যান চলাচল স্বাভাবিক হয়। লাভলু সিদ্দিকী অভিযোগ করেন, ‘যারা কখনো বিএনপি করেনি, তাদের মনোনয়ন দেওয়া হয়েছে।’
Read full articleজাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জানিয়েছে, দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী পদত্যাগ করেননি—তিনি এখনও দলের সঙ্গে আছেন।বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) এনসিপির যুগ্ম সদস্যসচিব সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, নাসীরুদ্দীন পাটওয়ারী নির্বাচন কমিশনে দলের নিবন্ধন সংক্রান্ত কাজসহ বিভিন্ন দায়িত্ব পালন করছেন। তাঁর পদত্যাগ বা অব্যাহতির খবর সম্পূর্ণ ভিত্তিহীন।একইভাবে, দলের জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে পদত্যাগের সংবাদকে “গুজব” বলে আখ্যা দিয়েছেন এবং এ ধরনের অসত্য প্রচারের নিন্দা জানিয়েছেন।এর আগে, কিছু গণমাধ্যমে দাবি করা হয়েছিল যে নাসীরুদ্দীন পাটওয়ারী দুই সপ্তাহ আগে মুখ্য সমন্বয়কের পদ থেকে অব্যাহতি চেয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন, তবে এনসিপি এই তথ্য অস্বীকার করেছে।
Read full articleতারিখ ও সময়: ২৭ আগস্ট, বুধবার, দুপুর দেড়টার দিকেঅবস্থান: শাহবাগ থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখেঘটনা:‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীরা যমুনার দিকে যাত্রা করলে পুলিশ বাধা দেয়।ধস্তাধস্তি, লাঠিচার্জ, টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড ও জল কামান ব্যবহার করে পুলিশ শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে।শিক্ষার্থীদের দাবি:৯ম গ্রেডে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য কোটা বাতিল ও মেধার ভিত্তিতে নিয়োগ।১০ম গ্রেডে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য থাকা ১০০% কোটা বাতিল।বিএসসি ডিগ্রি ছাড়া ‘ইঞ্জিনিয়ার’ পদবি ব্যবহার না করা।প্রসঙ্গ: আগের দিনও (২৬ আগস্ট) শিক্ষার্থীরা শাহবাগে পাঁচ ঘণ্টা অবরোধ করেছিলেন।
Read full article৬ আগস্ট থেকে ব্রাজিলের কিছু পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপ করা ৫০ শতাংশ অতিরিক্ত শুল্ক কার্যকর হয়েছে। ৩০ জুলাই জারি করা এক নির্বাহী আদেশে ট্রাম্প প্রশাসন ব্রাজিল সরকারকে মানবাধিকার লঙ্ঘন, রাজনৈতিক দমন-পীড়ন এবং আইনের শাসন দুর্বল করার অভিযোগে অভিযুক্ত করে এই সিদ্ধান্ত নেয়।ব্রাজিলের বর্তমান প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দা সিলভা এ সিদ্ধান্তকে ‘অগ্রহণযোগ্য ব্ল্যাকমেল’ বলে আখ্যা দেন এবং জানান, পশ্চিমা বিশ্বের যেকোনো দেশের তুলনায় এই চাপ সামাল দেওয়ার সক্ষমতা ব্রাজিলের বেশি। তবে তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তিতে আগ্রহী থাকার কথাও জানান, যদিও বলসোনারো নিয়ে ট্রাম্পের মন্তব্যকে অগ্রহণযোগ্য বলে উল্লেখ করেন।বিশ্লেষকরা মনে করেন, ব্রাজিলের মোট রপ্তানির মাত্র ১২ শতাংশ যায় যুক্তরাষ্ট্রে, যেখানে চীনে যায় প্রায় ২৮ শতাংশ। ফলে এই শুল্কের প্রভাব তুলনামূলকভাবে কম হবে।এদিকে, আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করায় ব্রাজিলের সুপ্রিম কোর্ট সাবেক প্রেসিডেন্ট জইর বলসোনারোকে গৃহবন্দি রাখার নির্দেশ দিয়েছেন। তাঁর বিরুদ্ধে সামরিক অভ্যুত্থানের ষড়যন্ত্রের মামলাও চলছে, যা দেশের বিচারব্যবস্থা ও ডানপন্থী রাজনীতির মধ্যে উত্তেজনা বাড়িয়ে দিয়েছে।ব্রাজিলের অর্থমন্ত্রী ফার্নান্দো হাদাদ জানিয়েছেন, তিনি আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্টের সঙ্গে ফোনে কথা বলবেন এবং ট্রাম্পের নতুন শুল্কনীতি নিয়ে সমঝোতার সম্ভাবনা নিয়ে আলোচনা করবেন। যদি অগ্রগতি হয়, তাহলে সরাসরি বৈঠকও হতে পারে।
বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিনের নেতৃত্বে যুক্তরাষ্ট্র সফররত বাংলাদেশের প্রতিনিধিদল তিন দিনব্যাপী বৈঠক করেছে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি (USTR) কার্যালয়ের সঙ্গে। প্রতিনিধি দলে আরও ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, বাণিজ্যসচিব মাহবুবুর রহমান এবং বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নাজনীন কাউসার চৌধুরী। শুল্ক আরোপ নিয়ে প্রতিক্রিয়ায় বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলেন, '২০ শতাংশ শুল্ক আরোপ করায় যুক্তরাষ্ট্রে আমাদের রপ্তানি বাধাগ্রস্ত হবার সম্ভাবনা নেই। আমরা এখনো প্রতিযোগিতামূলক সুবিধায় আছি। তবে আমাদের প্রত্যাশা ছিল ২০ শতাংশের নিচে কোনো হার।' যুক্তরাষ্ট্রের নির্বাহী আদেশে শুধু বাংলাদেশ নয়, আরও অনেক দেশের ওপর নতুন শুল্ক হার নির্ধারণ করা হয়েছে। ভারতের ওপর ২৫ শতাংশ, পাকিস্তান ও ভিয়েতনামের ওপর ২০ শতাংশ, কম্বোডিয়া ও ইন্দোনেশিয়ার ওপর ১৯ শতাংশ, আফগানিস্তানের ওপর ১৫, মিয়ানমারের ওপর ৪০ এবং ব্রাজিলের ওপর ১০ শতাংশ পাল্টা শুল্ক আরোপ করা হয়েছে। উল্লেখ্য, ৩১ জুলাইয়ের মধ্যে বাণিজ্য আলোচনা শেষ করে চুক্তিতে পৌঁছাতে দেশগুলোর প্রতি আহ্বান জানানো হয়েছিল ওয়াশিংটনের পক্ষ থেকে। সেই সময়সীমা শেষে এবার নতুন শুল্ক হার কার্যকর করলো যুক্তরাষ্ট্র।
রাশিয়ার কামচাটকা অঞ্চলে বুধবার (৩০ জুলাই) ভোরে ৮.৮ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে, যা গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। ভূমিকম্পের পর ৪ মিটার উচ্চতার জলোচ্ছ্বাস দেখা দেয় এবং পরবর্তীতে আরও দুটি কম্পন (৬.৯ ও ৬.৩ মাত্রার) রেকর্ড করা হয়।এ ঘটনার পর রাশিয়া, জাপান, যুক্তরাষ্ট্র এবং তাইওয়ানসহ একাধিক দেশে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। কিছু উপকূলীয় এলাকা থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হয়েছে। জাপানে ৩ মিটার পর্যন্ত উঁচু ঢেউয়ের আশঙ্কা রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, পরিস্থিতি গুরুতর এবং সতর্ক থাকা জরুরি।
Read full articleস্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আব্দুর রাজ্জাক বিন সুলাইমান (রিয়াদ) নামে কোনো ছাত্র প্রতিনিধি তাদের কাছে নেই। মন্ত্রণালয়ের নাম ব্যবহার করে কোনো অপরাধ হলে তার দায় সংশ্লিষ্ট ব্যক্তিকেই নিতে হবে।২৭ জুলাই এক প্রতিবাদলিপিতে জানানো হয়, বিভিন্ন সংবাদমাধ্যমে “স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ছাত্র প্রতিনিধি” পরিচয়ে রিয়াদের নাম উল্লেখ করে যেসব সংবাদ প্রকাশ হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।মন্ত্রণালয় গণমাধ্যমকে ভবিষ্যতে এমন সংবাদের আগে তথ্য যাচাই করার আহ্বান জানিয়েছে।
Read full articleসিলেটে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আয়োজিত পথসভায় দলের দক্ষিণাঞ্চলীয় মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, এনসিপি কোনো চাঁদাবাজ বা টেন্ডারবাজের দল নয়, বরং এটি সংকট মোকাবেলা করেই উঠে এসেছে। তিনি দাবি করেন, এনসিপি ফ্যাসিবাদের কবর রচনা করে এবং আওয়ামী লীগের অধ্যায় বন্ধ করে আবির্ভূত হয়েছে।তিনি দলকে শক্তিশালী করার আহ্বান জানিয়ে বলেন, এনসিপির নেতৃত্বে ক্ষমতা জনগণের হাতে তুলে দেওয়া হবে। একই সঙ্গে তিনি আওয়ামী লীগের সুবিধাভোগী অংশ ও নতুন করে "মুজিববাদের পাহারাদারদের" বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানান এবং সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
Read full articleরাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার মর্মান্তিক ঘটনায় শোক প্রকাশ করেছে জাতীয় ঐকমত্য কমিশন। মঙ্গলবার (২২ জুলাই) ফরেন সার্ভিস একাডেমিতে ৩০টি রাজনৈতিক দলের সঙ্গে ১৭তম দিনের আলোচনা শুরুর আগে কমিশনের সদস্য ড. বদিউল আলম মজুমদার শোক প্রস্তাব পাঠ করেন।শোক প্রস্তাবে নিহতদের আত্মার মাগফেরাত কামনা, আহতদের দ্রুত সুস্থতা এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে ক্ষতিপূরণ ও সুচিকিৎসার নিশ্চয়তার দাবি জানানো হয়। দুর্ঘটনার সঠিক তদন্ত এবং ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়।শোক প্রস্তাবে বিএনপি, জামায়াতে ইসলামী, সিপিবি, গণসংহতি, এবি পার্টিসহ ৩০টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা ও কমিশনের সদস্যরা স্বাক্ষর করেন। সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ আলোচনায় নিহতদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে সকলকে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।উল্লেখযোগ্যভাবে, সোমবার বিকেলের অধিবেশনও শোক জানিয়ে মুলতবি করা হয়েছিল।
Read full articleগাজা পরিস্থিতির সারসংক্ষেপ (১৫-১৬ জুলাই, ২০২৫):ইসরায়েলি বাহিনীর হামলায় গাজায় একদিনে নিহত: ৯৪ জন, আহত: ২৫২ জনের বেশিঅক্টোবর ২০২৩ থেকে এ পর্যন্ত মোট নিহত: প্রায় ৫৮,৬০০ জন,মোট আহত: ১,৩৯,৬০৭ জনধ্বংসস্তূপ ও রাস্তায় পড়ে থাকা মরদেহ এখনও উদ্ধার সম্ভব হয়নিমানবিক সহায়তা নিতে গিয়ে ২৪ ঘণ্টায় নিহত: ৭ জন, আহত: ৩০ জনের বেশি২৭ মে থেকে এ পর্যন্ত সহায়তা নিতে গিয়ে নিহত: ৮৫১ জন, আহত: ৫,৬৩৪ জন১৮ মার্চ থেকে শুরু হওয়া নতুন অভিযানে নিহত: ৭,৭৫০ জন, আহত: ২৭,৫৬৬ জনজানুয়ারিতে অস্ত্রবিরতির পরও হামলা অব্যাহতআইসিসি যুদ্ধাপরাধের দায়ে নেতানিয়াহু ও গালান্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেআইসিজে-তে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার মামলা চলমানউৎস: আনাদোলু এজেন্সি, ফিলিস্তিন স্বাস্থ্য মন্ত্রণালয়
Read full articleগোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ ও ফেরার পথে একাধিক হামলার ঘটনা ঘটেছে।সমাবেশে হামলা: দুপুর ১:৩৫-এ গোপালগঞ্জ শহরের পৌরপার্কে এনসিপির সমাবেশে ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালায়। সাউন্ড সিস্টেম ও চেয়ার ভাঙচুরের পাশাপাশি নেতাকর্মীদের ওপর চড়াও হয় তারা।ফেরার পথে হামলা: বিকেল ৩টার দিকে গোপালগঞ্জ থেকে মাদারীপুর ফেরার পথে এনসিপির গাড়িবহরে ফের হামলা হয়।সকালের সহিংসতা: সকালে সদর উপজেলায় পুলিশের গাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এরপর ইউএনও’র গাড়িতেও হামলা হয়।গ্রেফতার: দুপুরে কংশুর এলাকা থেকে আওয়ামী লীগ ও ছাত্রলীগের সাতজনকে সেনাবাহিনী গ্রেফতার করে।বর্তমান অবস্থা: পুলিশ ও সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে। এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।এই ঘটনায় রাজনৈতিক উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে।
Read full articleপুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতাল চত্বরে ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ সোহাগকে (৩৯) প্রকাশ্যে নির্মমভাবে পিটিয়ে ও পাথর দিয়ে মাথা থেঁতলে হত্যা করা হয়েছে। ঘটনাটি ঘটে বুধবার (১০ জুলাই) হাসপাতালের সামনে। হত্যার আগে সোহাগকে ডেকে নিয়ে শারীরিক নির্যাতন, বিবস্ত্র করা এবং শরীরের ওপর লাফানোর মতো বর্বরতা চালানো হয়।র্যাব-১১ সোমবার (১৪ জুলাই) রাতে নারায়ণগঞ্জ বন্দর এলাকা থেকে এ ঘটনায় অন্যতম আসামি নান্নুকে গ্রেপ্তার করে।সোহাগের পরিবার জানায়, তিনি পুরনো তামার তার ও অ্যালুমিনিয়াম শিটের ব্যবসা করতেন এবং একসময় যুবদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তার গ্রামের বাড়ি বরগুনা সদরে। তার এক মেয়ে ও এক ছেলে রয়েছে, যথাক্রমে ষষ্ঠ ও চতুর্থ শ্রেণির শিক্ষার্থী।এ ঘটনায় নিহতের বোন মঞ্জুয়ারা বেগম বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় ১৯ জনের নাম উল্লেখসহ আরও ১৫-২০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
Read full articleপটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন গভীর বঙ্গোপসাগরে ‘এফবি আল্লাহর দোয়া’ নামের একটি ট্রলারে ধরা পড়েছে ৬১ মণ ইলিশ, যার বাজারমূল্য দাঁড়িয়েছে ৩৩ লাখ ৪৮ হাজার ৭০৪ টাকা। সোমবার (১৪ জুলাই) বিকেলে মাছগুলো আলীপুর মৎস্য বন্দরে আনা হলে বিএফডিসি মার্কেটের ‘মেসার্স খান ফিশ’ আড়তে নিলামের মাধ্যমে তা বিক্রি হয়।মাছগুলো বিভিন্ন ওজন অনুযায়ী ৪৪ হাজার থেকে ৭৩ হাজার টাকা দরে বিক্রি হয়েছে। ট্রলারের মাঝি জানান, দীর্ঘদিন বৈরী আবহাওয়ার পর এবার বড় পরিমাণ মাছ ধরা পড়েছে।মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, তাপমাত্রা কমে যাওয়ায় এবং গভীর সমুদ্রে মাছ বেশি থাকায় এমন সাফল্য মিলেছে। নিষেধাজ্ঞা শেষে অনুকূল আবহাওয়ায় জেলেরা ইলিশে ভরপুর জাল পাচ্ছেন।
Read full articleচলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আজ বৃহস্পতিবার দুপুর ২টায় প্রকাশিত হবে। এবার প্রতিটি শিক্ষা বোর্ড নিজ নিজ ওয়েবসাইটে আলাদাভাবে ফল প্রকাশ করবে। শিক্ষার্থীরা বোর্ডের ওয়েবসাইট অথবা মোবাইলে এসএমএসের মাধ্যমে ফল জানতে পারবে। ফল জানার জন্য SSC/ Dakhil লিখে নির্ধারিত ফরম্যাটে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে। ফল পুনর্নিরীক্ষণের আবেদন নেওয়া হবে ১১ থেকে ১৭ জুলাই পর্যন্ত। শিক্ষা মন্ত্রণালয় বা সংবাদপত্রে ফল প্রকাশ হবে না।
Read full article