সংবাদ তালিকা
বিভিন্ন বিষয়ের সংবাদ এক নজরে
বিভিন্ন বিষয়ের সংবাদ এক নজরে
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম গত ১১ আগস্ট চানখারপুল গণহত্যা মামলায় সূচনা বক্তব্যে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এ এস এম মাকসুদ কামালের ১৪ জুলাইয়ের টেলিফোন কথোপকথনের অডিও রেকর্ডের লিখিত রূপ তুলে ধরেন। এতে শেখ হাসিনা আন্দোলনকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেন এবং ফাঁসির হুমকি দেন।মাকসুদ কামাল ফোনে বলেন,‘প্রত্যেক হল থেকে তো ছেলেমেয়েরা তালা ভেঙে বের হয়ে গেছে। এখন তারা রাজু ভাস্কর্যে, চার–পাঁচ হাজার ছেলেমেয়ে জমা হইছে। মল চত্বরে জমা হয়েছে এবং যেকোনো মুহূর্তে আমার বাসাও অ্যাটাক (আক্রমণ) করতে পারে।’শেখ হাসিনা জবাবে বলেন,‘তোমার বাসা প্রটেকশনের (সুরক্ষার) কথা বলে দিছি।’মাকসুদ কামাল বলেন,‘জি জি।’শেখ হাসিনা বলেন,‘আগে একবার করছে...।’মাকসুদ কামাল বলেন,‘ওই রকম একটা প্রস্তুতি...লাঠিসোঁটা নিয়ে বের হইছে।’শেখ হাসিনা বলেন,‘লাঠিসোঁটা নিয়ে বের হলে হবে না, আমি পুলিশ এবং বিডিআর হয়ে বিজিবি আর...বলছি খুব অ্যালার্ট (সতর্ক) থাকতে এবং তারা রাজাকার হইতে চাইছে তো, তাদের সবাই রাজাকার। কী আশ্চর্য কোন দেশে বসবাস করি।’মাকসুদ কামাল বলেন,‘জি জি…বলতেছে আমরা সবাই রাজাকার।’শেখ হাসিনা বলেন,‘তো রাজাকারের তো ফাঁসি দিছি, এবার তোদেরও তাই করব। একটাও ছাড়ব না, আমি বলে দিছি। এই এত দিন ধরে আমরা কিন্তু বলিনি, ধৈর্য ধরছি, তারা আবার বাড়ছে।’মাকসুদ কামাল বলেন,‘বেশি বেড়ে গেছে এবং অতিরিক্ত বেড়ে গেছে, অতিরিক্ত...। আপা একটু ক্যাম্পাসের নিরাপত্তাটা আরেকটু বাড়ানো...। আর আমার বাসার ওইখানেও...।’শেখ হাসিনা বলেন,‘ক্যাম্পাসের...ব্যবস্থা করছি, সমস্ত ক্যাম্পাসে…বিজিবি, র্যাব এবং পুলিশ—সব রকম ব্যবস্থা হইছে। তোমার বাসার ভেতরে লোক রাখতে বলছি। ভেতরে কিছু রাখা আছে...এত বাড়াবাড়ি ভালো না।’মাকসুদ কামাল বলেন,‘বিজয় একাত্তর হলে ছাত্রলীগের ছেলেদেরকে মেরেছে। আরও দু–একটা হলে একই কাজ করেছে। ছাত্রলীগের ছেলেপেলে সাদ্দাম (এখন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সভাপতি), ইনান (নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদক), শয়ন (নিষিদ্ধ ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটির সভাপতি) ওরা আমার বাসায় ছিল সন্ধ্যা থেকে। আমি খবর পাচ্ছিলাম, ওদেরকে আমি ডেকে নিয়ে আসছি, ওরাও আসছে। ওদের সাথে বসে ওদের হলে হলে যেন ছাত্রলীগকে সংঘবদ্ধ রাখে এবং ঢাকা উত্তর, দক্ষিণকে যেন খবর দেয়। এগুলা করতে করতেই হাজার হাজার ছেলেমেয়ে একত্র হয়ে গেছে।’শেখ হাসিনা বলেন,‘কোন দেশে বাস করি আমরা। এদেরকে বাড়তে বাড়তে তো...রাজাকারদের কী অবস্থা হয়েছে দেখিস নাই, সবগুলাকে ফাঁসি দিছি, এবার তোদেরও ছাড়ব না।’মাকসুদ কামাল বলেন,‘হ্যাঁ, এবার এই ঝামেলাটা যাক, এরপরে আমিও নিজে ধরে ধরে যারা এই অস্থিরতা সৃষ্টি করছে, মেইন যারা আছে, এদের বহিষ্কার করব ইউনিভার্সিটি থেকে।’শেখ হাসিনা বলেন,‘সব এইগুলাকে বাইর করে দিতে হবে...আমি বলে দিছি আজকে সহ্য করার পরে অ্যারেস্ট (গ্রেপ্তার) করবে, ধরে নেবে এবং যা অ্যাকশন নেওয়ার নেবে...কারণ ইংল্যান্ডে এ রকম ছাত্ররাজনীতির জন্য মাঠে নামল, কতগুলি মেরে ফেলায় দিল না?’মাকসুদ কামাল বলেন,‘জি জি জি।’শেখ হাসিনা বলেন,‘ওই অ্যাকশন না নেওয়া ছাড়া উপায় নাই। আমরা এত বেশি সহনশীলতা দেখাই আজ এত দূর পর্যন্ত আসছে।’মাকসুদ কামাল বলেন,‘এটা তো...আমরাও তো সহনশীলতা...আমি ছাত্রলীগকে বলছি যে তোমরা কোনো ধরনের ইয়ে করতে যাইও না। যেহেতু আদালতের বিষয়, আদালত নিষ্পত্তি করবে।’শেখ হাসিনা বলেন,‘না, এ আদালত হবে না, আবার ২৪ ঘণ্টার আলটিমেটাম দিছে।’মাকসুদ কামাল বলেন,‘আবার রাষ্ট্রপতিকে কেউ এই রকম বলে যে ২৪ ঘণ্টার রাষ্ট্রপতিকে কেউ আলটিমেটাম দেয় একটা দেশে।’শেখ হাসিনা বলেন,‘রাষ্ট্রপতিকে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিচ্ছে...বেয়াদবির একটা সীমা থাকে…!’মাকসুদ কামাল বলেন,‘আপা, আমি আপনাকে যদি অন্য কোনো খারাপের দিকে যায়, আমি আবার একটু জানাব। কিন্তু রাতের বেলা জানাব না, হয়তোবা আধা ঘণ্টা এক ঘণ্টার মধ্যে হলে জানাব।’শেখ হাসিনা বলেন,‘কোনো অসুবিধা নাই...আমি আমি সব সময়ই ফ্রি।’সার্বিকভাবে, এই কথোপকথনে শেখ হাসিনা আন্দোলনকারীদের কঠোর দমন এবং রাজাকারদের ফাঁসির কথা স্পষ্টভাবে জানিয়েছেন এবং ক্যাম্পাস ও বাসার নিরাপত্তা বাড়ানোর নির্দেশ দিয়েছেন।
৬ আগস্ট থেকে ব্রাজিলের কিছু পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপ করা ৫০ শতাংশ অতিরিক্ত শুল্ক কার্যকর হয়েছে। ৩০ জুলাই জারি করা এক নির্বাহী আদেশে ট্রাম্প প্রশাসন ব্রাজিল সরকারকে মানবাধিকার লঙ্ঘন, রাজনৈতিক দমন-পীড়ন এবং আইনের শাসন দুর্বল করার অভিযোগে অভিযুক্ত করে এই সিদ্ধান্ত নেয়।ব্রাজিলের বর্তমান প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দা সিলভা এ সিদ্ধান্তকে ‘অগ্রহণযোগ্য ব্ল্যাকমেল’ বলে আখ্যা দেন এবং জানান, পশ্চিমা বিশ্বের যেকোনো দেশের তুলনায় এই চাপ সামাল দেওয়ার সক্ষমতা ব্রাজিলের বেশি। তবে তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তিতে আগ্রহী থাকার কথাও জানান, যদিও বলসোনারো নিয়ে ট্রাম্পের মন্তব্যকে অগ্রহণযোগ্য বলে উল্লেখ করেন।বিশ্লেষকরা মনে করেন, ব্রাজিলের মোট রপ্তানির মাত্র ১২ শতাংশ যায় যুক্তরাষ্ট্রে, যেখানে চীনে যায় প্রায় ২৮ শতাংশ। ফলে এই শুল্কের প্রভাব তুলনামূলকভাবে কম হবে।এদিকে, আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করায় ব্রাজিলের সুপ্রিম কোর্ট সাবেক প্রেসিডেন্ট জইর বলসোনারোকে গৃহবন্দি রাখার নির্দেশ দিয়েছেন। তাঁর বিরুদ্ধে সামরিক অভ্যুত্থানের ষড়যন্ত্রের মামলাও চলছে, যা দেশের বিচারব্যবস্থা ও ডানপন্থী রাজনীতির মধ্যে উত্তেজনা বাড়িয়ে দিয়েছে।ব্রাজিলের অর্থমন্ত্রী ফার্নান্দো হাদাদ জানিয়েছেন, তিনি আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্টের সঙ্গে ফোনে কথা বলবেন এবং ট্রাম্পের নতুন শুল্কনীতি নিয়ে সমঝোতার সম্ভাবনা নিয়ে আলোচনা করবেন। যদি অগ্রগতি হয়, তাহলে সরাসরি বৈঠকও হতে পারে।
🔎 যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পণ্যের ওপর নতুন শুল্ক: মূল বিষয়গুলোর সংক্ষিপ্তসার২০% পাল্টা শুল্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশে বাংলাদেশের পণ্যের ওপর ২০ শতাংশ পাল্টা শুল্ক আরোপ করা হয়েছে, যা ৩৫% থেকে কমিয়ে নির্ধারণ করা হলো।বাকি দেশের অবস্থান: একই আদেশে পাকিস্তান (১৯%), ভারত (২৫%), আফগানিস্তান (১৫%), মিয়ানমার (৪০%), শ্রীলঙ্কা ও ভিয়েতনাম (২০%)সহ কয়েক ডজন দেশের ওপরও পাল্টা শুল্ক আরোপ করা হয়েছে।পূর্ববর্তী প্রেক্ষাপট: এপ্রিল মাসে বাংলাদেশের ওপর ৩৭% শুল্ক আরোপ করেছিল যুক্তরাষ্ট্র। পরে জুলাই পর্যন্ত তা স্থগিত করে আলোচনার সুযোগ দেওয়া হয়।আলোচনার ফলাফল: বাংলাদেশের প্রতিনিধি দল তিন দিনের আলোচনা শেষে ৩৫% শুল্ক এড়িয়ে বর্তমানে ২০% পাল্টা শুল্কে পৌঁছাতে সক্ষম হয়েছে।শক্তিশালী কূটনৈতিক ভূমিকা: প্রতিনিধি দলে ছিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, বাণিজ্যসচিব মাহবুবুর রহমান ও অতিরিক্ত সচিব নাজনীন কাউসার চৌধুরী।কার্যকারিতা: ১ আগস্ট (আজ) থেকে নতুন শুল্ক কার্যকর হবে। এখন থেকে বাংলাদেশকে গড়ে ১৫% + ২০% = ৩৫% মোট শুল্ক দিয়ে পণ্য রপ্তানি করতে হবে।সারকথা: কৌশলী আলোচনার মাধ্যমে বাংলাদেশ ৩৫% পাল্টা শুল্ক থেকে রেহাই পেয়েছে এবং আপাতত ২০% হারে শুল্ক দিতে হবে, যা রপ্তানির জন্য একটি তুলনামূলক ভালো পরিস্থিতি সৃষ্টি করেছে।
Tsunami Update Summary – California & CanadaCalifornia has been hit by tsunami waves following earlier warnings.Arena Cove: First wave recorded at 1.6 ft (0.48 m).Monterey: Wave height 1.4 ft (0.42 m).Port San Luis: Reports of a "rapid and damaging surge", with water levels rising quickly from low to high tide. Public urged to avoid the area.San Francisco: Waves have also reached the coast.Canada (British Columbia):Wave heights have remained under 1 ft (0.3 m).Highest wave so far: 0.9 ft in Winter Harbour.
Read full articleরোববার মুন্সীগঞ্জে ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’ উদ্বোধনকালে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলার তদন্ত দ্রুত শেষ করতে সরকার কাজ করছে। চার্জশিট কিছু ক্ষেত্রে দেওয়া হয়েছে, তবে আসামি বেশি হওয়ায় কিছু সমস্যা হচ্ছে। তিনি জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কোনো ছাত্র প্রতিনিধি নেই এবং অভিযুক্তরা সুবিচার পাবেন।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, যিনি জানান, শহীদদের কবর সংরক্ষণ ও গণভবনকে জাদুঘরে রূপান্তরের কাজ চলছে। সরকার শহীদদের আত্মার শান্তির লক্ষ্যে কাজ করছে।
Read full articleজাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, সংস্কার ছাড়া জাতীয় নির্বাচন সম্ভব নয়। তিনি ১৯৭২ সালের সংবিধানকে মুজিববাদী উল্লেখ করে বলেন, দেশের উন্নয়নে সংবিধান সংস্কার প্রয়োজন।শনিবার (২৬ জুলাই) মৌলভীবাজারে এক পথসভায় তিনি এসব কথা বলেন। তিনি অভিযোগ করেন, হবিগঞ্জের পুলিশ হত্যার দায় অন্যদের ঘাড়ে চাপানোর চেষ্টা চলছে।নাহিদ আরও জানান, চা শ্রমিকদের জীবনমান উন্নয়ন ও জাতিসত্তাগুলোর অধিকার নিশ্চিত করতে কাজ করবে এনসিপি।এর আগে সিলেটে শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। সভা শেষে নেতারা কিশোরগঞ্জের উদ্দেশে রওনা দেন।
Read full articleরাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হয়ে এখন পর্যন্ত ৩৩ জন নিহত ও দেড় শতাধিক আহত হয়েছে। এই মর্মান্তিক ঘটনার পর জনবসতিপূর্ণ এলাকায় বিমান প্রশিক্ষণ এবং বিমানবন্দর সংলগ্ন অনিরাপদ স্থাপনা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি) এক জরুরি অনুসন্ধান প্রতিবেদনে জানিয়েছে, মাইলস্টোন স্কুল কারিগরিভাবে বৈধ হলেও এটি রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অ্যাপ্রোচ এরিয়ায় (উড্ডয়ন ও অবতরণ এলাকা) অবস্থিত, যা নিরাপত্তার দিক থেকে ঝুঁকিপূর্ণ।প্রতিবেদনে বলা হয়েছে, অ্যাপ্রোচ এরিয়ায় ১৫০ ফুট উচ্চতার স্থাপনার অনুমতি থাকলেও সেগুলোর ব্যবহারবিধি বা জনসমাগম নিয়ন্ত্রণে সরকারের কোনো সুস্পষ্ট নীতিমালা নেই। ফলে কারিগরি বৈধতা থাকলেও বাস্তবে এগুলো জননিরাপত্তার জন্য হুমকিস্বরূপ।পরিকল্পনাবিদরা বলেন, আন্তর্জাতিক মান অনুযায়ী, বিমানবন্দর শহরের বাইরে হওয়া উচিত। সেই সাথে অ্যাপ্রোচ এরিয়া থেকে স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা ইত্যাদি জনসমাগমস্থল সরিয়ে নিতে হবে। ভবিষ্যতের দুর্ঘটনা রোধে অবৈধ বা অতিরিক্ত উচ্চতার স্থাপনা ভেঙে ফেলার পরামর্শ দেওয়া হয়েছে।
আল-জাজিরার ইনভেস্টিগেটিভ ইউনিট একটি নতুন গোপন ফোনালাপ ফাঁস করেছে, যেখানে দাবি করা হয়েছে যে, ২০২৪ সালের জুলাইয়ের অভ্যুত্থানবিরোধী আন্দোলনের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরাসরি বিক্ষোভকারীদের ওপর প্রাণঘাতী শক্তি প্রয়োগের নির্দেশ দেন।🔊 গোপন ফোনালাপ ও নির্দেশ:আল-জাজিরার মতে, শেখ হাসিনা নিজেই “ওপেন অর্ডার” দিয়েছিলেন ছাত্রদের ওপর গুলি চালানোর জন্য।একটি রেকর্ডিংয়ে তিনি বলেন:“আমি তো পুরোপুরি ওপেন অর্ডার দিয়ে দিয়েছি। এখন ওরা মারবে, যেখানে পাবে সেখানে গুলি করবে... আমি তো এতদিন থামিয়ে রেখেছিলাম।”অন্য একটি রেকর্ডিংয়ে হেলিকপ্টার থেকে গুলি চালানোর কথাও উঠে আসে:“যেখানে তারা কোনো জটলা দেখছে, সেটি ওপর থেকে... এরই মধ্যে কয়েক জায়গায় শুরু হয়ে গেছে।”💥 প্রাণঘাতী হামলা ও হতাহতের পরিসংখ্যান:তিন সপ্তাহের আন্দোলনে ১৫০০ জন নিহত, ২৫,০০০+ আহত,সরকারদলীয় বাহিনী ছুঁড়েছে ৩০ লাখেরও বেশি রাউন্ড গুলি, বলে দাবি আল-জাজিরার।🧑⚕️ হেলিকপ্টার থেকে গুলি:এক চিকিৎসকের বরাতে জানানো হয়, বহু আন্দোলনকারী হেলিকপ্টার থেকে চালানো গুলিতে নিহত হয়েছেন।⚰️ আবু সাঈদ হত্যাকাণ্ড ও ময়নাতদন্তে হস্তক্ষেপ:ছাত্রনেতা আবু সাঈদের মৃত্যুকে কেন্দ্র করে আন্দোলনের বিস্তার।শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান ফোনে তার ময়নাতদন্ত রিপোর্ট সংগ্রহে তৎপর ছিলেন।রিপোর্টটি পাঁচবার বদলানো হয়, গুলির আলামত মুছে ফেলা হয়।পরিবারকে ভয় দেখিয়ে শেখ হাসিনার সঙ্গে টেলিভিশনে সাক্ষাৎ করানো হয়।🌐 ইন্টারনেট বন্ধের কৌশল:ফাঁস হওয়া নথিতে দেখা যায়, শেখ হাসিনার সরকার ইন্টারনেট বন্ধ করে সহিংসতার তথ্য গোপন করে।🏛️ আওয়ামী লীগের প্রতিক্রিয়া:রেকর্ডিংকে ভুয়া বলেছে আওয়ামী লীগ।দাবি করেছে, শেখ হাসিনা কখনোই ‘প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের’ নির্দেশ দেননি।আবু সাঈদের পরিবারের আতঙ্কে দুঃখ প্রকাশ, তবে বাহিনীর আচরণ নিয়ে তদন্তে আগ্রহ ছিল বলে দাবি।ইন্টারনেট বন্ধের কারণ হিসেবে আন্দোলনকারীদের ভাঙচুরে অবকাঠামোর ক্ষতিকে দায়ী করেছে।🆕 আসন্ন প্রতিবেদন:আল-জাজিরা আজ প্রকাশ করবে শেখ হাসিনার শাসনের শেষ মুহূর্ত ও “জুলাইয়ের ৩৬ দিন” নিয়ে একটি নতুন প্রতিবেদন।এই সংক্ষিপ্তসারটি আল-জাজিরা প্রকাশিত প্রামাণ্যচিত্র ও প্রতিবেদন থেকে সংগৃহীত তথ্যের উপর ভিত্তি করে প্রস্তুত। সরকারের পক্ষ থেকে উল্লিখিত বিষয়গুলো অস্বীকার করা হয়েছে।
গতকালকের দুর্ঘটনায় আমরা শুধু একটি ট্রেনিং বিমান হারাইনি—আমরা হারিয়েছি শিশুর প্রাণ, পরিবারের বিশ্বাস, আর সামাজিক দায়িত্ববোধের পরীক্ষায় ফেল করেছি।📌 আমরা কি প্রস্তুত ছিলাম?জরুরি তথ্য দিতে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান পিছিয়ে গেছে।গুজব ছড়িয়েছে দ্রুত, সত্য আসতে দেরি হয়েছে।শোককে কেউ কেউ "কনটেন্ট" বানিয়ে ভাইরাল করেছেন।📸 একটি ভুল ছবি, একটি ভুল তথ্য...আমরা কি কখনও ভেবেছি, এই ছবিটা যদি আমার সন্তানের হতো? আমার পরিবারের কষ্ট কি কেউ এভাবে ছড়িয়ে দিত?🎯 আমাদের কী করা উচিত ছিল:✔️ যাচাই না করা তথ্য শেয়ার না করা✔️ শিশুদের ছবি প্রকাশে সতর্কতা✔️ শোকের প্রতি সম্মান✔️ ডিজিটাল সহানুভূতি ও দায়িত্ব🧭 পথ দেখাতে হবে—রাগ নয়, দায়িত্ব নিয়ে🔹 রাষ্ট্রের উচিত একটি কৌশলগত যোগাযোগ ইউনিট তৈরি করা🔹 নাগরিকদের শেখাতে হবে অনলাইন আচরণ🔹 সাংবাদিকদের প্রশিক্ষণ দিতে হবে দায়িত্বশীল সংবাদ পরিবেশনে🗣️ আপনার মতামত দিন:❓ আপনি কি মনে করেন, আমরা ডিজিটাল আচরণে দায়িত্ববান?👍 হ্যাঁ | 😐 মাঝেমাঝে | 👎 নাকমেন্টে লিখুন—আমরা কীভাবে এই দুঃখকে শিক্ষা হিসেবে নিতে পারি?📣 ভুল তথ্য মানুষকে মারে। সত্যিই কি আমরা প্রস্তুত পরবর্তী দুর্ঘটনার জন্য?
রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তে আহতদের চিকিৎসায় সহায়তার জন্য সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট ডা. চোং সি জ্যাক ঢাকায় পৌঁছেছেন। আগামীকাল আরও তিনজন প্রতিনিধি—বিজয়া রাও, পুন লাই কুয়ান ও লিম ইউ হান জোভান—বাংলাদেশে আসবেন। বাংলাদেশ ও সিঙ্গাপুরের চিকিৎসক দল যৌথভাবে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আহতদের চিকিৎসায় অংশ নেবে। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের সঙ্গে বাংলাদেশের একটি সমঝোতা স্মারক (MoU) রয়েছে, যার আওতায় এই সহযোগিতা হচ্ছে।
Read full articleআগামী ২৪ জুলাইয়ের এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে। নতুন তারিখ নিয়মিত পরীক্ষার পর জানানো হবে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার।এর আগে হঠাৎ করে মঙ্গলবারের পরীক্ষাও স্থগিত হয়, যার ফলে পরীক্ষার্থী ও অভিভাবকরা বিপাকে পড়েন।এদিকে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা ছয় দফা দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে। দাবি অনুযায়ী—নিহতদের নাম-ঠিকানা প্রকাশ,আহতদের নির্ভুল তালিকা,শিক্ষকদের সঙ্গে অসদাচরণের জন্য ক্ষমা,ক্ষতিপূরণ প্রদান,ঝুঁকিপূর্ণ প্লেন বাতিল,প্রশিক্ষণ পদ্ধতির সংস্কার।সরকার এই দাবিগুলো যৌক্তিক বলে স্বীকার করেছে এবং আইন উপদেষ্টা আসিফ নজরুল দাবি মেনে নেওয়ার আশ্বাস দিয়েছেন। কলেজ প্রাঙ্গণে একটি তথ্যকেন্দ্র স্থাপন করা হয়েছে এবং ক্ষতিপূরণ, পুনর্বাসন ও ট্রমা ম্যানেজমেন্ট সাপোর্ট দেওয়া হচ্ছে।শিক্ষার্থীদের ওপর সেনাসদস্যদের মারধরের অভিযোগে সরকার দুঃখ প্রকাশ করেছে এবং ব্যবস্থা নিতে সেনা কর্তৃপক্ষকে জানানো হবে।উড়োজাহাজ প্রশিক্ষণের ক্ষেত্রে জনবহুল এলাকা এড়িয়ে চলার নির্দেশ দেওয়া হবে বলেও জানানো হয়েছে। তবে শিক্ষার্থীদের আন্দোলন এখনও চলছে।
Read full article৪৮তম বিশেষ বিসিএস লিখিত (MCQ) পরীক্ষার নির্দেশনা:বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) পরীক্ষার্থীদের জন্য কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছে—হলে প্রবেশের সময়:সকাল ৮টা থেকে ৯টা ৩০ মিনিটের মধ্যে পরীক্ষার্থীদের হলে প্রবেশ করতে হবে। ৯টা ৩০ মিনিটের পর গেট বন্ধ হয়ে যাবে, এরপর কেউ প্রবেশ করতে পারবে না।আনতে হবে যা:শুধু প্রবেশপত্র এবং কালো কালির বলপেন সঙ্গে রাখা যাবে।আনতে নিষেধ যা:প্রবেশপত্র ও বলপেন ছাড়া অন্য কিছু আনলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।সঠিক হলে যাওয়া:প্রবেশপত্রে হলের নাম দেখে নিশ্চিত হয়ে নির্দিষ্ট হলে যেতে হবে।
Read full articleজুলাই পদযাত্রাকে কেন্দ্র করে ছাত্রলীগ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলা ও সহিংসতার ঘটনায় তদন্ত করতে একটি কমিটি গঠন করেছে অন্তর্বর্তী সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গণিকে কমিটির প্রধান করা হয়েছে। জনপ্রশাসন ও আইন মন্ত্রণালয় থেকে দুই অতিরিক্ত সচিবও থাকবেন কমিটিতে। আগামী দুই সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। সরকার জানিয়েছে, ন্যায়বিচার ও শান্তি বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ এবং সহিংসতায় জড়িতদের জবাবদিহির আওতায় আনা হবে।
Read full articleগাজা পরিস্থিতির সারসংক্ষেপ (১৫-১৬ জুলাই, ২০২৫):ইসরায়েলি বাহিনীর হামলায় গাজায় একদিনে নিহত: ৯৪ জন, আহত: ২৫২ জনের বেশিঅক্টোবর ২০২৩ থেকে এ পর্যন্ত মোট নিহত: প্রায় ৫৮,৬০০ জন,মোট আহত: ১,৩৯,৬০৭ জনধ্বংসস্তূপ ও রাস্তায় পড়ে থাকা মরদেহ এখনও উদ্ধার সম্ভব হয়নিমানবিক সহায়তা নিতে গিয়ে ২৪ ঘণ্টায় নিহত: ৭ জন, আহত: ৩০ জনের বেশি২৭ মে থেকে এ পর্যন্ত সহায়তা নিতে গিয়ে নিহত: ৮৫১ জন, আহত: ৫,৬৩৪ জন১৮ মার্চ থেকে শুরু হওয়া নতুন অভিযানে নিহত: ৭,৭৫০ জন, আহত: ২৭,৫৬৬ জনজানুয়ারিতে অস্ত্রবিরতির পরও হামলা অব্যাহতআইসিসি যুদ্ধাপরাধের দায়ে নেতানিয়াহু ও গালান্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেআইসিজে-তে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার মামলা চলমানউৎস: আনাদোলু এজেন্সি, ফিলিস্তিন স্বাস্থ্য মন্ত্রণালয়
Read full articleজাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম বরিশালের এক পথসভায় বলেছেন, গণঅভ্যুত্থানের পরও নির্বাচন কমিশন (ইসি) নিরপেক্ষভাবে কাজ করছে না। তিনি অভিযোগ করেন, খুনি ফ্যাসিস্ট বাহিনীর প্রতীক এখনও ইসির তালিকায় রাখা হয়েছে, যা ইসির অস্বচ্ছ উদ্দেশ্যের ইঙ্গিত দেয়।নাহিদ ইসলাম বলেন, এনসিপি জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ঘোষণা করেছে এবং একটি চাঁদাবাজি-দুর্নীতিমুক্ত, সহিংসতামুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করছে। তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে রক্তপাত ও অন্তর্কোন্দল চলছে এবং এনসিপি আর কোনো সহিংসতা সহ্য করবে না।তিনি ঘোষণা দেন, আগামী ৩ আগস্ট ঢাকার শহীদ মিনারে "জুলাই ঘোষণাপত্র" ও "মুক্তির ইশতেহার" নিয়ে দেশজুড়ে গণজাগরণ ঘটানো হবে। এবারের লক্ষ্য সংসদ ভবন, যেখানে জনগণের শক্তি দিয়ে বিজয় অর্জনের আশা প্রকাশ করেন তিনি।পথসভায় বরিশালসহ আশেপাশের জেলা থেকে হাজারো কর্মী-সমর্থক যোগ দেন। কেন্দ্রীয় নেতারা মিছিল করে সভাস্থলে পৌঁছান এবং সাধারণ মানুষের উদ্দেশে শুভেচ্ছা জানান।অন্যান্য নেতাদের মধ্যে ছিলেন সামান্তা শারমিন, আরিফুল ইসলাম আদীব, তাজনুভা জাবিন, ডা. তাসনিম জারা, নাহিদা নিভা, হাসানাত আব্দুল্লাহ, সারজিস আলম, সাকিব মাহাদী, সাদিয়া ফারজানা দিনা, ডা. মাহমুদা মিতু, সানাউল্লাহ, হাসিব আর রহমান ও আল আমিন টুটুল।
ChatGPT said:মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশিদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা চালু করেছে দেশটির সরকার, যা ১০ জুলাই থেকে কার্যকর হয়েছে। এ ঘোষণা দিয়েছেন আইন ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।মূল পয়েন্টগুলো:মে মাসে মালয়েশিয়া সফরে গিয়ে বাংলাদেশ প্রতিনিধি দল দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভিসা সমস্যা নিয়ে আলোচনা করে।এর ফলস্বরূপ ১০ জুলাই মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগ থেকে পরিপত্র জারি করা হয়।যাদের আগে থেকেই সিঙ্গেল এন্ট্রি ভিসা ও বৈধ PLKS (Temporary Employment Visit Pass) আছে, তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই।PLKS নবায়নের সময় স্বয়ংক্রিয়ভাবে মাল্টিপল ভিসা ইস্যু হবে।যাদের PLKS বৈধ, তারা মালয়েশিয়া থেকে বাংলাদেশে যাওয়া-আসা করতে পারবেন নতুন মাল্টিপল ভিসা ছাড়া।আগে শুধু বাংলাদেশিদের সিঙ্গেল এন্ট্রি ভিসা দেওয়া হতো, যা ভোগান্তির কারণ ছিল।এই সিদ্ধান্তে মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশি কর্মীরা স্বস্তি ও সুবিধা পাবেন বলে আশা করা হচ্ছে।
Read full article১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে ছাত্রদলের আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ ঘোষণা দেন—বিএনপি ‘জুলাইয়ের ছাত্র-জনতার গণঅভ্যুত্থান’কে রাষ্ট্রীয় স্বীকৃতি দেবে। তিনি জানান, এটি সংবিধানের চতুর্থ তফসিলে উল্লেখ থাকবে এবং অন্তর্বর্তী সরকার ১০৬ অনুচ্ছেদ অনুযায়ী স্বীকৃতি পাবে। এছাড়া আগামী ৫ আগস্টের মধ্যে ‘জুলাই ঘোষণাপত্র’ প্রকাশের দাবি জানান।তিনি সরকার গঠনের পেছনের প্রক্রিয়া ধীরগতির বলে সমালোচনা করেন এবং শেখ মুজিব ও শেখ হাসিনার বিরুদ্ধে ফ্যাসিবাদী শাসনের অভিযোগ তোলেন। সালাহউদ্দিন বলেন, আওয়ামী লীগকে আর রাজনৈতিক দল হিসেবে গণ্য করা উচিত নয়।আলোচনায় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব অভিযোগ করেন—বিশ্ববিদ্যালয় প্রশাসন ছাত্রলীগের অপরাধে নীরব। তিনি বলেন, মিটফোর্ডের ঘটনায় ছাত্রদলের শীর্ষ নেতার বিরুদ্ধে কুৎসা রটানো হয়েছে, যা হলে ছাত্রদল উপযুক্ত জবাব দেবে।অনুষ্ঠানে বিভিন্ন ছাত্রসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এবং ১৭ বছরের আন্দোলনের ধারাবাহিকতায় বর্তমান অভ্যুত্থানকে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার প্রচেষ্টা হিসেবে বর্ণনা করা হয়।
Read full articleজাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) বদলির আদেশ অমান্য করে প্রকাশ্যে আদেশের কপি ছিঁড়ে ফেলায় ১৪ জন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।তাদের মধ্যে এনবিআরের প্রধান কার্যালয়সহ ঢাকার বিভিন্ন কর অঞ্চল ও বাইরের অঞ্চলের কর্মকর্তারা রয়েছেন। বরখাস্ত কর্মকর্তাদের সবাইকে ওএসডি হিসেবে এনবিআরে সংযুক্ত করা হয়েছে।এরা ‘এনবিআর সংস্কার ঐক্য পরিষদ’-এর আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন, যার সভাপতি হাছান মুহম্মদ তারেক রিকাবদারও বরখাস্তের তালিকায় আছেন।তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত ও ব্যবস্থা নেওয়া হচ্ছে, এবং সরকারি চাকরি আইন অনুযায়ী বরখাস্তকালীন সময়ে তারা খোরপোশ ভাতা পাবেন।
Read full articleপুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতাল চত্বরে ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ সোহাগকে (৩৯) প্রকাশ্যে নির্মমভাবে পিটিয়ে ও পাথর দিয়ে মাথা থেঁতলে হত্যা করা হয়েছে। ঘটনাটি ঘটে বুধবার (১০ জুলাই) হাসপাতালের সামনে। হত্যার আগে সোহাগকে ডেকে নিয়ে শারীরিক নির্যাতন, বিবস্ত্র করা এবং শরীরের ওপর লাফানোর মতো বর্বরতা চালানো হয়।র্যাব-১১ সোমবার (১৪ জুলাই) রাতে নারায়ণগঞ্জ বন্দর এলাকা থেকে এ ঘটনায় অন্যতম আসামি নান্নুকে গ্রেপ্তার করে।সোহাগের পরিবার জানায়, তিনি পুরনো তামার তার ও অ্যালুমিনিয়াম শিটের ব্যবসা করতেন এবং একসময় যুবদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তার গ্রামের বাড়ি বরগুনা সদরে। তার এক মেয়ে ও এক ছেলে রয়েছে, যথাক্রমে ষষ্ঠ ও চতুর্থ শ্রেণির শিক্ষার্থী।এ ঘটনায় নিহতের বোন মঞ্জুয়ারা বেগম বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় ১৯ জনের নাম উল্লেখসহ আরও ১৫-২০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
Read full articleনিবন্ধনের জন্য আবেদন করা ১৪৪টি রাজনৈতিক দলের কোনোটিই প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ হতে পারেনি। নির্বাচন কমিশন (ইসি) সব দলকে ১৫ দিনের সময় দিয়ে ঘাটতি পূরণের সুযোগ দিচ্ছে। প্রথম ধাপে ৬২টি দলকে চিঠি দেওয়া হচ্ছে, পরে বাকি দলগুলোকেও দেওয়া হবে। ইসির অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ এ তথ্য জানিয়েছেন। ২০ এপ্রিল পর্যন্ত আবেদন আহ্বানের পর সময় বাড়িয়ে ২২ জুন পর্যন্ত নেওয়া হয়, যেখানে ১৪৪টি দল ১৪৭টি আবেদন করে।
Read full article